Site icon Trickbd.com

ছোট একটি এপস বানিয়ে তাতে এডমব নিয়ে দিনে হাজার হাজার টাকা ইনকাম করুন।[প্রথম পর্ব]

Unnamed

আসসালামু আলাইকুম। 

কেমন আছেন বন্ধুরা? 

আশা করি ভালো আছেন? 

আমিও অনেক ভালো আছি। 

আর তাই আজ আমি আপনাদের মাঝে নিয়ে এলাম অসাধারণ একটি পোস্ট। 

অনলাইনে ইনকামের সেরা উপায় এডসেন্স। 

আর এই এডসেন্স পেতে অনেক কষ্ট। 

তাই এডসেন্স সবাই পায় না। 

তবে গুগলের আরো একটা পোডাক্ট আছে যাকে এডমব বলে। 

এডমব না নিতে অতিরিক্ত কষ্ট করতে হয় না।  শুধু একটা ভালো এপস বানিয়ে কিছু ইউসার পেলেই এডস আসা শুরু হয়। 

আজ আমি আপনাদের শেক্ষাবো যে, কিভাবে খুব সহজেই একটা এপস বানাবেন? 

ও সেইটা থেকে ইনকাম করবেন? 

আজ তাহলে আসুন এপসটা প্রথমে তৈরী করে নেই। 

আজ আমরা ছোট্ট একটি সাইটের এপস তৈরী করব। 

আর সেই এপস এ এডমবের এড নিবো। 

তো সবার প্রথমে নিচের লিংকে যান ঃ

App Thunkable

এবার Google+ দিয়ে সাইন ইন করে নিন। 

এবার “Create New App” লেখায় ক্লিক করুন। 

এপসের নাম দিন যেমনঃ Twicebd এবার OK করে দিন। 

এবার ডানদিকের দিকে একটু নিচে চলে আসুন। 

Title Visible লেখায় ক্লিক করে টাইটেলটা মুছে ফেলুন স্ক্রিনের উপর থেকে। 

অনেক সময় টাইটেল এর জন্য এড আসতে সমস্যা হয়। 

এবার বামদিকের একটু নিচে চলে আসুন। 

এবার “Experimental” লেখায় ক্লিক করুন। 

এবার আমরা এড নিবো। 

তো 

প্রথমে Admob Banner এডটি টেনে স্ক্রিনের উপরে রেখে আসুন। 

আবার একইভাবে আরেকটা টেনে নিচে রেখে আসুন। 

এড টেনে নেওয়ার সময় এরকম লেখা দেখাতে পারে। 

তো OK তে ক্লিক করে দিবেন। 

এবার “Admob Interstitial” এডটি ও টেনে স্ক্রীনের মাঝে রেখে আসুন। 

এবার বামদিকের User Interface লেখায় ক্লিক করুন। 

এবার ঠিক এড নেওয়ার মতো করে Web Viewer টা টেনে ঠিক স্ক্রীনের মাঝে রেখে আসুন। 

এবার ডানপাশে Web_Viewer1 এ ক্লিক করে তারপাশে গিয়ে একটু নিচে আসুন। 

Home Url লেখায় আপনার সাইট লিংক দিন। 

যেমনঃ http://twicebd.com

এবার উপরের Blocks লেখায় ক্লিক করুন। 

এবার বামদিকের Screen 1 লেখায় ক্লিক করে, তার পাশে দেখানো When screen 1 intelizise do লেখায় ক্লিক করে ধরে রেখে  দেখানো সাদা জায়গায় নিয়ে আসুন। 

এবার Web viewer এ ক্লিক করে call web viewer. Go to url এটা টেনে আবার ফাকা জায়গায় নিয়ে আসুন। 

এবার Text লেখায ক্লিক করুন। 

এবার ফাকা বাক্সটা নিয়ে আবার ফাকা জায়গায় নিয়ে আসুন। 

এবার দেখানো ভাবে সব সেট করে দেখানো জায়গায় ক্লিক করুন। 

এবার ঐখানে আপনার সাইট লিংক বা যেকোনো সাইট লিংক দিন।

তো আমরা যেহুতু বলেছি এটা দুইটা পর্ব হবে। 

তো এটা প্রথম পর্ব ২য় পর্বতে এড কোড নেওয়া দেখাবো। 

এখন এপস সংরক্ষণ করার জন্য Export এ ক্লিক করে App (Save my computer) এ ক্লিক করুন সেভ হয়ে যাবে। 

যারা পোস্টা বুঝবেন না ভিডিওটা দেখেন।

আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। 

ভালে থাকুন সুস্থ থাকুন। 

খোদা হাফেজ। 

Exit mobile version