(আসসালামু আলাইকুম অরাহমাতুল্লাহ)

সবাই কেমন আছেন? অনেক ভাল আছেন নিশ্চই। হ্যা ভালো তো থাকবেনই। কারন এখন trickbd তে যেসকল টিপস গুলো শেয়ার করা হচ্ছে তাতে সবাই ভালো থাকারি কথা। অনেক দিন পর টিউন লিখতে বসলাম।

চলুন এবার আসুন কাজের কথায় আসিঃ

বন্ধুরা টাইটেল দেখে নিশ্চয় বুঝে গেছেন আজকে আমরা কি শিখতে যাচ্ছি। হ্যাঁ আজকে আমি শিখাবো Sharit এ কিভাবে আপনি আপনার পারসোনাল সব কিছু Safe করে রাখতে পারবেন।

আজকের টিউন টা অনেকেই যানেন না। বন্ধুরা কেমন এই টিউন টা এখনো কোথায় সেয়ার করে নাই। তাই ভাবলাম টেকবিডি তে শেয়ার করি।।

তো বন্ধুরা আজকের টিউন টা হলো Safe নিয়ে। আমরা অনেকেই প্লে ষ্টোরে সেফ অথবা ভিডিও ফটো Safe রাখার এপ খুজে থাকি কিন্তু কেউ যানে না এই এপ টা আপনার ইন্সটল দেওয়া Sharit এই লুকিয়ে আছে। আর সবাই মোটা মুটি Sharit ব্যাবহার করি। তাই আপনাদের এতো কষ্ট করে Safe এপ যাতে খুজতে না হয় তাই আজকের টিউন লেখা।

চলুন শুরু করিঃ

প্রথমে আপনি আপনার Sharit ওপেন করুন

এবার নিচের চবির মতো কাজ করুন










এবার কাজ শেষ। আবার লগিন করুন।

বন্ধুরা বুঝতে সমস্যা হলে কম্মেন্ট করবেন।

কেমন লাগলো আজকের টিপস টা? আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে।

আমার টিপস এ যদি আপনাদের উপকার অথবা ভালো লেগে থাকে তাহলে কম্মেন্ট এ আপনার মতামত জানাতে ভুলবেন না।

আমার পোস্ট এ যদি আপনার সামান্য হলেও উপকার হয়ে থাকে তাহলে আমাদের সাইট টি ভিজিট করে আসবেন।আমাদের সাইটের লিংক
TrickNow24.Com

আমাদের সাইটে ১ টি পোস্ট করেই ৫-১৫ টাকা + ট্রেইনার রোল দেওয়া হয়।আপনার টাকার পরিমান সবনিম্ন ৩০ টাকা হলে পেমেন্ট নিতে পারবেন।

★★আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সুস্থ থাকবেন

4 thoughts on "কষ্ট করে আর কেনো Safe এপ ডাউনলোড করতে হবে না? এখন থেকে আপনার Sharit দিয়েই সকল ভিডিও নিরাপদ এ রাখুন"

  1. sahin123 Contributor says:
    এই পোষ্ট টি Techbd25.com আমি লিখছি। আর লেখা টা পুরোটাই আমার লেখা কোন এডিট হয় নাই। পোষ্টের নিচের ক্রেডিট দিলে ভালো হতো

Leave a Reply