আসসালামু আলাইকুম,,,,,,,,,,,,,,,
আশা করি ভালো আছেন?
আমিও ভালো আছি।
তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো
কিভাবে ওপেরা মিনি দিয়ে সেভ করা পাসওয়ার্ড দেখে নিবেন
Opera ও Google Chrome দিয়ে কোনো সাইটে লগইন করলে দেখবেন একটা নোটিশ আসে যে আপনি কি আপনার পাসওয়ার্ড সেভ করতে চান।এইরকমই কিছু একটা আসে তো যদি আপনি তখন সেভ পাসওয়ার্ড দেন পরে লগইন করার সময় অটোমেটিক আপনার তথ্য লগইন বক্সে চলে আসে।
তো আমি আজকে বলবো কিভাবে ওই সেভ করা পাসওয়ার্ডটা দেখবেন
Post With Details
আমি Opera With Free Vpn দিয়ে ট্রাই করেছি।
প্রথমে অপেরা মিনিতে ঢুকুন
এরপর O এর মতো একটা লগো দেখবেন নিচে ওইটাতে ক্লিক করুন।
এরপর Settings এ জান
এরপর Passwords এ জান
এরপর Saved Passwords এ জান
এরপর যেই সাইটের Password দেখতে চান ওটার উপর ক্লিক করুন।
এরপর স্ক্রিনশট দেখুন।
যদি আপনার মোবাইলে পাসওয়ার্ড দেওয়া থাকে তাহলে মোবাইলের পাসওয়ার্ড দিন।
এরপর দেখুন এসে গেছে পাসওয়ার্ড।
Notice
যদি পোস্টে কোনো ভুল ত্রুটি থাকে তাহলে কমেন্ট করে জানাবেন।
পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।
পোস্টি সবপ্রথম লিখেছেন আমাদের সাইটের Author Tushar
টিউনটি কেমন হয়েছে তা পুরোটাই আপনাদের উপর নির্ভর করবে। So, কমেন্ট বক্সে লিখে ফেলুন কেমন হয়েছে। আর একটা ধন্যবাদ প্রাপ্য থাকলাম। যদি না বুঝতে পারেন, ১০ বার জিগ্যেস করুন। সমাধান দিতে চেষ্টা করব। রাত জেগে টিউন লিখতে কষ্ট ফিল করি না, তাহলে Reply দিতে দ্বিধা করব কেন.!!
আবারও ধন্যবাদ সবাই কে…
আমার পোস্ট এ যদি আপনার সামান্য হলেও উপকার হয়ে থাকে তাহলে আমাদের সাইট টি ভিজিট করে আসবেন।আমাদের সাইটের লিংক
TrickNow24.Com
আমাদের সাইটে ১ টি পোস্ট করেই ৫-১০ টাকা + ট্রেইনার রোল দেওয়া হয়।আপনার টাকার পরিমান সবনিম্ন ৩০ টাকা হলে পেমেন্ট নিতে পারবেন।