Site icon Trickbd.com

ইমো তে আর কথা বলতে সমস্যা হবে না। একদম ক্লিয়ার ভাবে কথা বলুন [বিস্তারিত পোষ্টে দেখুন]

চলুন এবার আসুন কাজের কথায় আসিঃ

বন্ধুরা টাইটেল দেখে নিশ্চয় বুঝে গেছেন আজকে আমরা কি নিয়ে আলোচনা করবো, বন্ধুরা শিখতে হলে অবশ্যই একটু কষ্ট করতে হয়।কেউ শিখতে অবহেলা করবেন না।

 

আজকের টিউন টা অনেকেই যানেন না। বন্ধুরা শাহিন খান যতদিন আপনাদের মাঝে থাকবে ততোদিন এরকম অসাধারন ট্রিক নিয়েই আপনাদের মাজে হাজির হওয়ার চেষ্টা করবো।

 

তো বন্ধুরা আজকের টিউন টা আসা করি সবার ভালো লাগবে। আজকের টিউন টা হলো ইমো নিয়ে। কারন এখন শতকরা ৯০% মানুষ ইমো ব্যাবহার করে থাকে। আর বাংলাদেশে নেট এর যেই অবস্থা তাতে ইমো তে কথা বলতে গেলে কথা বুঝা জায় না আবার অনেক সময় ডিসকানেক্ট হয়ে যায়। আজকে আপনাদের দেখাবো কিভাবে ভিপিএন এর মাধ্যমে কিভাবে ক্লিয়ার ভাবে ইমো তে কথা বলা যায়।

 

চলুন শুরু করিঃ

 

প্রথমে আপনাকে নিচ থেকে আমার দেওয়া লিংক এ ক্লিক করে ভিপিএন টি ডাউনলোড করে নিতে হবে।

 

[এখানে থেকে ডাউনলোড করুন]

 

এবার ওপেন করে নিচের Screensort এর মতো Next এ ক্লিক করুন

এবার I agree তে ক্লিক করুন

এবার এখান থেকে ইমো তে ক্লিক করুন

এবার যেকোন একটা Server সিলেক্ট করে Start এ ক্লিক করুন

এরপর ok ক্লিক করুন

এবার যাকে কল করতে চান তাকে কল দিন। দেখুন অনেক ক্লিয়ার ভাবে কথা বুঝা যাচ্ছে।

এখানেই শেষ। তারপর উপভোগ করতে থাকুন।

 

কেমন লাগলো আজকের টিপস টা? আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে।

 

আমার টিপস এ যদি আপনাদের উপকার অথবা ভালো লেগে থাকে তাহলে কম্মেন্ট এ আপনার মতামত জানাতে ভুলবেন না।

পোস্টি সবপ্রথম লিখেছেন Sahin Khan

আমার পোস্ট এ যদি আপনার সামান্য হলেও উপকার হয়ে থাকে তাহলে আমাদের সাইট টি ভিজিট করে আসবেন।আমাদের সাইটের লিংক
TrickNow24.Com

আমাদের সাইটে ১ টি পোস্ট করেই ৫-১৫ টাকা + ট্রেইনার রোল দেওয়া হয়।আপনার টাকার পরিমান সবনিম্ন ৩০ টাকা হলে পেমেন্ট নিতে পারবেন।