যারা অ্যানড্রয়েড ফোন ব্যবহার করেন তারা সবাই ফোনে ভিডিও এডিট করতে ভালবাসেন। কিন্তু মনের মত করে ভিডিও এডিট করতে চাইলে আপনাকে ভাল একটি ভিডিও এডিটর ব্যবহার করতে হবে। আর যারা কিছুতা ভিডিও এডিট করতে জানেন বা আপনাদের ধারনা আছে তারা সকলেই KainMaster সম্পর্কে জানেন। কেননা অ্যানড্রয়েডের জন্য KineMaster হল সবচেয়ে ভাল ভিডিও এডিটর। এর ফ্রি ভার্সন তেমন সুবিধার না হলেও এর প্রো ভার্সন আপনাকে মুগ্ধ করবে। তাই আপনাদের সুবিধার জন্য KineMaster Pro এর আনলক ভার্সন নিয়ে আসলাম।
কীভাবে ব্যবহার করবেন?
প্রথমে Kinemaster Pro অ্যাপ্লিকেশান ডাউনলোড করে নিন।
ডাউনলোড করতে এখানে ক্লিক করুণ।
যাদের ফোনের মডেল অনুসারে ব্যবহার করতে সমস্যা হচ্ছে তারা লাইট ভার্সন ব্যবহার করতে পারেন।
লাইট ভার্সন ডাউনলোড করতে এখানে ক্লিক করুণ।
ডাউনলোড করার পর ইন্সটল করুণ। এরপর অ্যাপ্লিকেশান ওপেন করুণ।
আপনাদের সুবিধার জন্য ScreenShot দেখানো হয়েছে।
ডাউনলোড করতে সমস্যা হলে নীচের লিংক থেকে ডাউনলোড করুন।
ডাউনলোড ১
ডাউনলোড ২
সাপোর্ট
KineMaster এই অ্যাপ্লিকেশান ফোনের ভার্সন আর চিপসেটের ওপর নির্ভর করে। অ্যানড্রয়েড 6.0 কিংবা তার ওপরের সকল আপডেট ফোনে এই অ্যাপ্লিকেশান সাপোর্ট করে। কিন্তু অ্যানড্রয়েড 5.0 কিংবা mt6582 এইসব মডেলের ফোনগুলোতে কাজ করেনা। আবার কিছু কিছু ক্ষেত্রে কাজ করতে পারে।
অনলাইন জবের মাধ্যমে ইনকাম করতে চাইলে নীচের লিঙ্ক থেকে কাজ শুরু করতে পারেন।
অনলাইনে রেফার ও অ্যাড মাধ্যমে ইনকাম করতে চাইলে এখানে ক্লিক করে অ্যাকাউন্ট ওপেন করে কাজ শুরু করুণ অ্যাকাউন্ট ওপেন করার সাথে সাথে আপনার মুল অ্যাকাউন্টে ৫ ডলার পেয়ে যাবেন। আর প্রতিদিন এডের মাধ্যমে ২.৫ ডলার ইনকাম করতে পারবেন। আশা করি অ্যাকাউন্ট ওপেন করার পর সব বুঝতে পারবেন।
অ্যাকাউন্ট তৈরি করে আপনি যদি অনলাইন ফাইল আপলোডের মাধ্যমে ইনকাম করতে চান তাহলে এখানে ক্লিক করুণ।
লিঙ্ক শর্ট করে ইনকাম করতে চাইলে এখানে ক্লিক করু।
ফাইবারে কাজ করতে চাইলে অ্যাকাউন্ট ওপেন করুণ এখানে ক্লিক করু।
বিটকয়েনের মাধ্যমে ইনকাম করতে চাইলে এখানে ক্লিক করুণ।
ভাল লাগলে চ্যানেলটি দেখে আসতে পারেন। Subscribe করুণ।
সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ধন্যবাদ।