আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশাকরি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।আমাদের সবার একটা স্মার্ট ফোন আছে।আর বর্তমানে কল থেকে বেশী মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করে।আমাদের অনেক গুরুত্বপূর্ণ মেসেজ আছে যা অনেক সময় ডিলিট হয়ে যাই।তাই আজকে আমি এটার সমাধান নিয়ে হাজির হয়েছি। কিভাবে আপনারা আপনাদের মেসেজ গুলো ব্যাকআপ রাখবেন তাও আবার pdf ফাইলের মাধ্যমে সেটি আমি আজকে দেখাব। আমার জানা মতে এটা নিয়ে ট্রিকবিডিতে আগে থেকে কোনো পোষ্ট নাই,যদি আগে থেকে এটা নিয়ে কোনো পোষ্ট থাকে তাহলে কমেন্ট করে জানাবেন।
এখন আসি মূল কথায়
আপনার মেসেজ গুলো Pdf ফাইলের মাধ্যমে ব্যাকআপ রাখার জন্য ছোট্ট একটি এপ লাগবে। আর হ্যা এই এপ টি দিয়ে আপনি কল রেকর্ড় ও করতে পারবেন।

এপ ডাওনলোড করতে এখানে ক্লিক করুন



এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করুন আপনি যদি সব মেসেজ ব্যাকআপ রাখতে চান তাহলে “BACKUP ALL” সিলেক্ট করুন আর যদি আপনি আপনার ইচ্ছে মতে সিলেক্ট করতে চান তাহলে “BACKUP CONVERSATIONS” সিলেক্ট করুন।


দেখুন মেসেজ গুলা ব্যাকআপ হয়ে গেছে।

এখন দেখাব কিভাবে এই ব্যাকআপ করা মেসেজ গুলোর pdf ফাইল তৈরি করবেন।স্ক্রিনশট ফলো করলে বুঝতে পারবেন।





এখন আপনার কাজ শেষ। আশাকরি পোষ্ট টি সবার কাছে ভালো লেগেছে। মানুষ মাত্রই ভূল আমি যদি কোনো ভূল ত্রুটি করে থাকি তাহলে ক্ষমা করে দিবেন। সবাই ভালো থাকবেন খোদা হাফেজ।

Leave a Reply