গেইম খেলতে ভালোবাসেন? কিন্তু যখনই গেইম খেলেন তখনই দুষ্ট বন্ধুর কল বিরক্ত করে? বা গেইমের সময় হঠাৎ কোন নোটিফিকেশন এসে গেইমের সব মজা নষ্ট করে দেয়? তাহলে এই পোস্টটি আপনার জন্যই।

দুষ্ট বন্ধুকে কখনো থামানো সম্ভব নয়, তাই তাদের কলকে থামাতে আমাদের প্রয়োজন হবে একটি এপ। এই এপটির নাম হলো “Gaming Mode” (গেমিং মোড)। এপটি ডাউনলোড করে নিন প্লেস্টোর থেকে–
Playstore/GamingMode

 

Gaming Mode - 1

এপটি ডাউনলোড হয়ে গেলে এপে ডুকে উপরের স্ক্রিনশটের মতো প্লাস সাইনে ক্লিক করুন।

যে গেইমগুলো এড করতে চান সেগুলোর পাশে টিক দিয়ে “Save” এ ক্লিক করুন।

গেইমটি যুক্ত হয়ে গেলে গেইমের পাশে “গিয়ার” বাটনটি ক্লিক করুন (উপরের মতো)

অপশনগুলো থেকে নিচের দিকে গেলে “Auto Reject” এবং “Notification Blocking” অপশন পাবেন। সেগুলো চালু করে দিন। তাহলেই কাজ শেষ।

আজ এই পর্যন্তই। এখন থেকে যখনই গেইমের সময় আপনার ফোন আসবে তখন কলটি অটোমেটিক কেটে যাবে। আর গেইমের সময়ও কোন নোটিফিকেশন পাবেন না।

–আপনাকে অসংখ্য ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য–

3 thoughts on "গেইম খেলার সময় অটো কেটে যাবে দুষ্টু বন্ধুর কল"

  1. Avatar photo Rmtomal Contributor says:
    আশাকরি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের বলবো কিভাবে Banglalink free internet 100 MB প্রতিদিন 25 MB নিবেন। বিষয়টি খুব সহজ।

    https://www.bdtricks.xyz/2019/10/banglalink-free-internet-100-mb-25-mb.html

  2. Avatar photo khaled hossain Contributor says:
    ইমুতে কল আসলে সেটা কিভাবে অটো কেটে যাবে?
    1. Avatar photo MD Abu Siyam Contributor Post Creator says:
      ইমুর কল কাটে কিনা জানিনা । তবে মেসেঞ্জারের কল কাটে

Leave a Reply