Site icon Trickbd.com

[Must See]এবার থেকে নিজের সিদ্ধান্ত নিন কে আপনাকে একটিভ দেখতে পাবে,কে দেখতে পাবে না{Facebook Secret Trick}

Unnamed

হ্যালো বন্ধুরা,
আজ আমি আপনাদের সামনে ফেসবুকের অসাধারন একটি ট্রিক নিয়ে হাজির হয়েছি।এই ট্রিকের মাধ্যমে আপনি ফেসবুক চালাবেন অথচ কেউ বুঝতেও পারবে না।এই ট্রিকের মাধ্যমে আপনি ঠিক করতে পারবেন আপনাকে ফেসবুক এ একটিভ কে দেখবে এবং আন‌একটিভ কে দেখবে।

প্রথমেই এর জন্য একটা ভালো মানের ব্রাউজার দরকার হবে যে ব্রাউজার এ Desktop Mode আছে।তো আমি Chrome ব্রাউজার ব্যবহার করছি।
আপনার ফোনের ক্রোম ব্রাউজার অপেন করে পাশের ৩ ডট এ ক্লিক করলে Desktop Site নামে একটি অপশন পাবেন সেটিতে ক্লিক করে টিক চিহ্ন করে নিন অর্থাৎ ইন‌এবল করে নিন।

এরপর সার্চ বারে নিচের স্ক্রিন শট লেখাটি লিখে ওকে চাপুন। ফেসবুক এ চলে যাবেন তবে একটু অন্যরকম দেখাবে।যদি আপনার আইডি আগেই লগ‌ইন থাকে তাহলে সোজা আপনার আইডিতে নিয়ে যাবে আর যদি লগ‌ইন না থাকে ,লগ‌ইন করে নিবেন দয়া করে।


এরপর আপনার সামনে আপনার আইডি হোম পেজ চলে আসবে।একদম নিচের ডান দিকের কোনায় দেখতে পাবেন Chat নামে একটি অপশন।খুব‌ই ক্ষুদ্র দেখা যাচ্ছে।আপনি মোবাইলটি Rotate করে নিন।তাহলে পরিষ্কার দেখতে ও কাজ করতে পারবেন।


Chat অপশনে দেখুন Settings ⚙️ আইকন রয়েছে।ওখানে আমাদের কাজ করতে হবে। Settings আইকনের ক্লিক করলে আপনি কতগুলি অপশন পাবেন এরমধ্যে Turn Off Active Status অপশনটি ক্লিক করুন।


ক্লিক করলে দেখতে পাবেন আপনার সামনে ৩ টি অপশন।
i.আপনি যদি প্রথম অপশনে ক্লিক করে ওকে প্রেস করেন।তাহলে আপনি ফেসবুক ঠিক‌ই চালাবেন কিন্তু আপনাকে কেউই একটিভ পাবে না অথবা কাউকে একটিভ দেখাবে না আপনার প্রোফাইল।
ii.আপনি যদি দ্বিতীয় অপশনে ক্লিক করেন তাহলে এখানে আপনার অপশনের নিচে একটি বক্স চলে আসবে।এখানে আপনি যাদের নাম লিখবেন শুধুমাত্র তারাই আপনাকে একটিভ দেখতে পাবে আর কোনো ব্যাক্তি আপনাকে অনলাইনে একটিভ পাবে না।
iii.আপনি যদি তৃতীয় অপশনে ক্লিক করেন তাহলে পূর্বের মত‌ই একটি বক্স চলে আসবে।তবে এর কাজ আলাদা।এখানে যার নাম লিখবেন সেই ব্যাক্তি আপনাকে অনলাইনে একটিভ পাবে না কিন্তু বাকি সবাই একটিভ দেখতে পাবে।এটিতে আপনি তাদের নাম এড করতে পারেন যারা আপনাকে একটিভ দেখলে বিরক্তিকর মেসেজ অথবা গালি প্রদান করে।

ধন্যবাদ

ভুল ত্রুটি ক্ষমা করবেন