হ্যালো বন্ধুরা,
প্রথমেই আপনি আপনার মোবাইলের Settings ⚙️ চলে যান।এরপর Additional Settings নামে অপশনটি খুঁজে বের করে অপেন করুন।
এরপর একটু ক্রল ডাউন করলেই পাবেন Accessibility অপশন,ক্লিক করুন।
এখন আপনি Mono Audio অপশনটি খুঁজে বের করুন।দেখবেন সেটি অফ হয়ে আছে।সেই অপশনটি আপনাকে ইনএবল{Enable} করতে হবে।
এখন দেখবেন আপনার ইয়ারফোন’টি ঠিকমতো কাজ করছে।আপনি এখন দুইটি তারের ইয়ারফোন মাইক দিয়েই ভালোমতো সাউন্ড শুনতে পাবেন।
অনেকের ফোনে Additional Settings থাকে না।তাদের ফোনে একেবারেই Accessibility অপশন থাকে।সেটিতে পেয়ে যাবেন Mono Audio. অথবা যদি আপনি না পেয়ে থাকেন তাহলে Settings এ গিয়ে আপনি সার্চ দিবেন Mono Audio লিখে।
ধন্যবাদ
ভুল ত্রুটি ক্ষমা করবেন