Site icon Trickbd.com

ইয়ারফোনের যেকোনো সাউন্ড পরিষ্কার এবং সঠিক বিটে শুনতে করুন একটি Secret Settings !

Unnamed

হ্যালো বন্ধুরা,

আজ আমি আপনাদের বলবো আপনার হেডফোন অথবা ইয়ারফোন সম্পর্কে।আপনি অনেক সময় খেয়াল করে দেখবেন ইয়ারফোন যখন আপনি ব্যবহার করেন তখন দেখবেন একটি ইয়ারফোন তারের মাইক ভালোভাবে কাজ করলেও অন্য তারের ইয়ারফোন’টি ঠিকমত কাজ করছে না। অর্থাৎ একটি তারের ইয়ারফোন মাইক এর সাউন্ড বেশি অথবা ভালো মতো আসলেও অন্য তারের ইয়ারফোন মাইক এর সাউন্ড কম আসে। আজ আমি যে Settings টি বলবো সেটি করলে আপনি ইয়ারফোন এর দুটির মধ্যে সমপরিমান শুনতে পাবেন।এর ফলে আপনি একটি তারের ইয়ারফোন মাইক দিয়েই ভালোভাবে গান অথবা কোনো সাউন্ড শুনতে পাবেন।

প্রথমেই আপনি আপনার মোবাইলের Settings ⚙️ চলে যান।এরপর Additional Settings নামে অপশনটি খুঁজে বের করে অপেন করুন‌।

এরপর একটু ক্রল ডাউন করলেই পাবেন Accessibility অপশন,ক্লিক করুন।

এখন আপনি Mono Audio অপশনটি খুঁজে বের করুন।দেখবেন সেটি অফ হয়ে আছে।সেই অপশনটি আপনাকে ইন‌এবল{Enable} করতে হবে।


এখন দেখবেন আপনার ইয়ারফোন’টি ঠিকমতো কাজ করছে।আপনি এখন দুইটি তারের ইয়ারফোন মাইক দিয়েই ভালোমতো সাউন্ড শুনতে পাবেন।

অনেকের ফোনে Additional Settings থাকে না।তাদের ফোনে একেবারেই Accessibility অপশন থাকে।সেটিতে পেয়ে যাবেন Mono Audio. অথবা যদি আপনি না পেয়ে থাকেন তাহলে Settings এ গিয়ে আপনি সার্চ দিবেন Mono Audio লিখে।

ধন্যবাদ
ভুল ত্রুটি ক্ষমা করবেন