Site icon Trickbd.com

কষ্ট করে আর কোনো কিছু পড়তে হবেনা।স্ক্রিনে থাকা সকল লেখা পড়ে দেবে আপনার মোবাইল।

হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশাকরি ভালই।।
আজকে আমি একটু অসুস্থ কিন্তু তবুও লিখতে বসলাম।আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ফোনের স্ক্রিনে থাকা লেখা গুলি একজন মানুষের কথায় রূপান্তরিত করবেন। আসলে ট্রিকটি আমি নিজেই উদ্দেশ্যহীন ভাবে ফোন ঘাটঘাটি করতে করতে বের করে ফেলেছি।বলতে পারেন এক প্রকার অচমকা ভাবেই।আর এটা আমার কাছে খুব ভাল লাগলো।তাই আপনাদের কাছে শেয়ার করলাম।
কিন্তু তার পূর্বে চলুন দেখে আসি এই Speech to text সিস্টেম আমাদের জন্য কতটা প্রয়োজনীয়?
➡আগেই বলে রাখি আমার ছোটবেলা থেকেই একটা খারাপ গুণ রয়েছে।আর সেটা হলো আমি বুঝি নির্দিষ্ট বিষয় আমাদের বা আপনাদের জন্য কতটা ভাল এবং প্রয়োজনীয়।কিন্তু সেটা আমি আপনাদের সামনে সঠিক ভাবে উপস্থাপন করতে পারিনা।আর এ কারণেই হয়ত ইউটিউবিং করা আমার দ্বারা আর হবেনা।আমি ভাল ভিডিও বানালেও সেটা সম্পর্কে আপনাদের আকর্ষিত করতে পারিনা। যাক গে বাদ দিন।শুধু এটুকু বলতে চাচ্ছি যদি আমি বুঝাতে সক্ষম না হই তাহলে নিজ দায়িত্বে বুঝে নিবেন।
?লজ্জার হলেও বলতে গেলে আমাদের দেশে যারা পড়ালেখা করেছেন বা করছেন তাদের ৪০ পার্সেন্ট (এটা আমার ধারণা তবে এর বেশী ও হতে পারে) ই ঠিকমত রিডিং পড়তে পারেননা।তাদের জন্য এই ট্রিকটি অবশ্যই কাজে লাগবে।
?আমার মত যারা অনেক বড় বড় আর্টিকেল বা গল্প পড়তে ভালবাসেন তাদের জন্য ও এটি প্রয়োজনীয়।
?যারা বেশীক্ষণ মোবাইলের স্ক্রিনে তাকিয়ে থাকতে পারেন না তাদের জন্যও এই Text to Speech পদ্ধতি কাজে লাগবে।
চলুন এবার দেখে আসি এটা কি ধরণের ফোনে সাপোর্ট করবে?
?এটা বর্তমান সময়ে প্রায় সকল ফোনেই বিল্ট ইন ভাবে রয়েছে।যাদের থাকবেনা তাদের জন্য থাকছে নেক্সট পোস্টে।যাদের ফোনে এই বিল্ট ইন সিস্টেম রয়েছে আজকের পোস্ট তাদের জন্যই।

তো অনেক বকবক করলাম।চলুন এবার দেখে নিই কিভাবে আপনার ফোনে Speech to text চালু করবেন।
↪ তো আমি স্ক্রিনশর্ট দিয়ে দিয়েছি সেটা ফলো করুন।

?First go to your phone setting and search Text-to-speech.

1?

2?
3?
4?
5?
Turn on net connection

6?
7?
8?
➡➡ এখানে দেখুন প্রসেস কম্প্লিট হওয়ার পর ফোনে র নিচের দিকে বাড়তি একটি আইকন যোগ হয়েছে।ওখানে ক্লিক করেই আপনি text to speech এর মজা নিতে পারবেন

যাদের ফোনে ইন স্ক্রিণ বাটন নেই তারা উপরের নোটিফিকেশন বারে দেখেন।

তো বন্ধুরা আজকে এ পর্যন্ত ই।

Credit-Shakil

টিউনটি কেমন হয়েছে তা পুরোটাই আপনাদের উপর নির্ভর করবে। So, কমেন্ট বক্সে লিখে ফেলুন কেমন হয়েছে। আর একটা ধন্যবাদ প্রাপ্য থাকলাম। যদি না বুঝতে পারেন, ১০ বার জিগ্যেস করুন। সমাধান দিতে চেষ্টা করব। রাত জেগে টিউন লিখতে কষ্ট ফিল করি না, তাহলে Reply দিতে দ্বিধা করব কেন.!!

আবারও ধন্যবাদ সবাই কে…

আমার পোস্ট এ যদি আপনার সামান্য হলেও উপকার হয়ে থাকে তাহলে আমাদের সাইট টি ভিজিট করে আসবেন।আমাদের সাইটের লিংক
TrickNow24.Com

আমাদের সাইটে ১ টি পোস্ট করেই ৫-১৫ টাকা + ট্রেইনার রোল দেওয়া হয়।আপনার টাকার পরিমান সবনিম্ন ৩০ টাকা হলে পেমেন্ট নিতে পারবেন।