Site icon Trickbd.com

[Must See]এবার থেকে লোকেশন হাইড করুন কোনো রকম অ্যাপ ছাড়াই!{Secret Settings}

Unnamed

হ্যালো বন্ধুরা,
আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার লোকেশন হাইড করতে পারবেন,যেকোনো লোকেশন ব্যবহার করতে পারবেন।কোনো রকম অ্যাপ ছাড়াই। অর্থাৎ এর জন্য কোনো রকম VPN অ্যাপ আপনাকে ডাউনলোড করতে হবে না।VPN এর মতোই আপনি লোকেশন হাইড করতে পারবেন।এর জন্য করতে হবে ছোট্ট একটি সিটিং।

প্রথমেই আপনি আপনার মোবাইলের Settings এ চলে যান।এর পর দেখবেন লিখা আছে Sim Card & Mobile Network ওখানে ক্লিক করুন।

এরপর আপনি যেই সিম দিয়ে নেট চালাতে চান সেটিতে নেট কানেকশন দিন এরপর সেই সিমে ক্লিক করুন।

দেখতে পাবেন Access Point Name নামে একটি অপশন আছে।মূলত এটিতে আপনাকে আসল কাজটি করতে হবে।

কোনো একটি ব্রাউজার এ চলে যান।আমি Chrome ব্রাউজার অপেন করলাম।এরপর আপনি সার্চবারে লিখুন Country Proxy Server List. এই Country এর জায়গায় আপনি যে দেশের লোকেশন ব্যবহার করতে চান সে দেশের নাম লিখুন।

এখন দেখবেন প্রথমেই Proxynova সাইট থেকে একটি পেজ চলে আসবে সেটিতে ক্লিক করুন।


এখন দেখুন কতগুলো Proxy List সবগুলো INDIA এর।এর মধ্যে গ্রিন কালারের গুলো নিবেন।আমি প্রথমটি নিচ্ছি।এটার Proxy IP & Port কপি করুন।


আগেই যে বলেছিলাম আপনার মোবাইলের SettingsAccess Point Name যে অপশনটি আছে ওটায় ক্লিক করুন,নিচে New দেখতে পাবেন অথবা অনেকের‌ই ৩ ডট থাকে ওটায় ক্লিক করলে পাবেন।এখানে New Access Point Name এটায় নিচের স্কিনশট মতো তৈরি করুন।
Name: INDIA VPN {Any Name}
APN: internet
Proxy: আপনি যেটি কপি করেছিলেন সেটি এখানে দিবেন
Port: যে পোর্ট টি আপনি কপি করেছিলেন সেটি এখানে দিন



ব্যাস কাজ শেষ এখন এটি সেভ করে নিন এবং ইন‌এবল{Enable} করে দিন।
এখন দেখবেন উপরে কোনো VPN লিখা সো করছে না।চিন্তার কিছু নেই,এই সিটিং এ আপনি লোকেশন হাইড করে চালাবেন কেউ বুঝতেও পারবে না।আপনার লোকেশন হাইড হয়েছে।
এখন ব্রাউজার এ গিয়ে সার্চ করুন What is my IP. দেখবেন দেখাবে India অথবা আপনি যে দেশের সার্ভার ব্যবহার করেছিলেন সেটি দেখাবে।

দেখুন Details:

ধন্যবাদ
ভুল ত্রুটি ক্ষমা করবেন