আজ আমি আপনাদের বলবো কিভাবে আপনি নেট কানেকশন অন করার পর নেট স্পিড দেখতে পাবেন।এর জন্য আপনাকে কোনো প্রকার থার্ডপার্টি অ্যাপ ইউজ করতে হবে না। সিটিং টি আপনার মোবাইলেই আছে।যারা জানেননা তাদের জন্য।
প্রথমেই চলে যান আপনি আপনার মোবাইলের Settings ⚙️ ।এরপর দেখবেন Notification & Status Bar ওখানে ক্লিক করুন
এরপর দেখতে পাবেন Show Connection Speed অফ করা আছে।যেটি আপনাকে অন করতে হবে।অন করার সাথেই দেখতে পাবেন আপনার নেট স্পিড।
আপনি এখান থেকে আপনার ব্যাটারি আইকনের পরিবর্তন করতে পারবেন। এরজন্য আপনাকে Battery Indicator নামে যে অপশন আছে ওটায় ক্লিক করুন।দেখতে পারবেন Top Bar নামে একটি অপশন আছে ওটায় ক্লিক করলে আপনার স্কিনের টপে Green line হয়ে এটা আপনার ব্যাটারি লাইফ। অসাধারন একটি ফিচার , ব্যবহার করতে পারেন।