প্রথমে বলে রাখি আমার জিমেইল আইডি Usa ভেরিফাই করা তাই আমি জানি না এই অফার গুলো কি শুধু আমার জন্য নাকি সবার জন্য, ট্রাই করে দেখতে ক্ষতি কি!.
[h2]কার্যপদ্ধতি[/h2]
১. প্রথমে Earn Points And Get Rewards এ ক্লিক করুন।
২. নিচের দিকে গিয়ে দেখুন Get Points For Trying New Apps লিখা আছে ওখানে গিয়ে যা যা App বা Game আছে তা
ইন্সটিল করুন। এতে আপনি ফ্রীতে কিছু পয়েন্ট পেয়ে যাবেন।
Tips:একটি জিনিস খেয়াল করলাম আমি ইন্সটল এ
ক্লিক দেয়ার সাথে সাথে পয়েন্ট যোগ হয়ে যায়। অর্থাৎ আপনি
কোনো গেইম বা App ইন্সটল না করেও পয়েন্ট গুলো নিতে
পারবেন।
৩. Earn এর পাশে দেখুন ইউস লেখা আছে ওখানে গিয়ে দেখবেন অনেকগুলো Game এ অনেক রকম অফার দেয়া হচ্ছে। এখন আপনি বলতে পারেন এখানে ফ্রী ক্রেডিট কই দেখলাম? একটু নিচে গিয়ে দেখুন Google Play Credit লেখা আছে আপনি নির্দিষ্ট পরিমাণ Point দিয়ে ক্রেডিট নিতে পারবেন।
৪. ক্রেডিট আর্ন করার অন্যান্য উপায় ও আছে কিন্তু এর জন্য
আপনাকে ক্রেডিট খরছ করতে হবে, এখানে ফ্রীতে কীভাবে নেয়া যায় তা দেখালাম, তাই এই ব্যাপারে কিছু বললাম না।
৫. নির্দিষ্ট সময়ে যদি নির্দিষ্ট পরিমাণ পয়েন্ট আর্ন করতে পারেন তবে আপনাকে বিভিন্য Rank দেয়া হবে, এতে বেশি বেশি পয়েন্ট
আর্ন করতে পারবেন।
৬. নতুন গেইম ডাউনলোড করে পয়েন্ট আর্ন করার এই অফার সবসময় না পেতেও পারেন।
৭. কেউ যদি কোনো কিছু Purchase করে বা কোনোভাবে পয়েন্ট আর্ন করেন তারপরে যদি Refund নেন তবে আপনার পয়েন্ট গোলো অটোমেটিক চলে যাবে। কিন্তু পয়েন্ট যাওয়ার আগে যদি আপনি অই পয়েন্ট খরছ করে ফেলেন তবে আপনার ওখানে Negative Point হয়ে যাবে। কিছুটা wowbox এর
কথা মনে করিয়ে দিল।
কিন্তু ফ্রী App বা গেইমের বেলায় ইন্সটল-আনইন্সটল করলে
৮. পয়েন্ট নেয়ার ১২ মাস পরে তা Expire হয়ে ? যাবে। তাই আগেই ইউস করে ফেলুন।
মুটামুটি এতটুকু জানলেই হবে, বাকি সব কাজ নিজ দায়িত্বে করুন, কোনো সমস্যা হলে কমেন্টে জানান। বিদায়?।
Paypal
Jekono ekta add korte hoy ??
কিন্তু ১ ডলার দিয়ে ইমো প্রিমিয়াম করতে পারছিনা।
লেখা আসে…
Unavailable for this app
?
অর্থাৎ আমি প্লে পয়েন্ট চাচ্ছিনা।