কি খবর আপনাদের? আমি Error Format আবারও চলে নতুন একটি টিউন নিয়ে। আপনারা হয়তো আন্দাজ করতে পারছেন কি নিয়ে আজকার টিউনটা হবে। কারণ টাইলেটে তো কিছুটা বলেই দিয়েছি আর আপনারও বুঝে নিয়েছেন।
সে যাই হোক, কিভাবে আপনার Android এ Site Block করবেন। যতটুকু জানতাম, স্মার্ট ফোনে সাইট ব্লক করা যায় না। আবার কয়েকটা পদ্ধতি আছে যার জন্য আপনাকে টাকা দিয়ে পেইড Apps নামিয়ে কাজ করা লাগবে। কিন্তু আজকে এমন একটা সহজ নিয়ম দেখাবো, যার জন্য Site Block করে আপনার বাচ্চাদের ক্ষতিকর Website থেকে মুক্ত রাখতে পারবেন।
Site Block কি
সাইট ব্লক হলো এমন একটা পদ্ধতি, আপনি যে সাইট ব্লক করবেন, ওই ফোনে আর ওই Website ব্রাউজিং হবে না। যদি আপনি Unblock করে দেন। তাহলে আবার আগের মতোই কাজ করবে।
Step-01
প্রথমে নিচের লিংক থেকে Application টি ডাউনলোড দিয়ে Install করে নিন।
Play Store link
তারপর দ্বিতীয় ধাপে যান।
Step-02
এখন সফটওয়ারটি ওপেন করুন। তারপর GET STARTED এ ক্লিক করুন।
এখন GO TO SETTING এ ক্লিক করুন এবং GOT IT এ ক্লুিক করুন।
এখন আপনার কাজ হলো Block site ON করে দেয়া।
Step-03
এখন আপনি কি কি সাইট ব্লক করতে চান, তা ঠিক করুন। এজন্য আপনাকে সবুজ + button এ ক্লিক করতে হবে।
এখন আপনি যে সাইট টা ব্লক করতে চান তার লিংক দিন। এবং ঠিক দিয়ে Add করে দিন। যেমন_ trickbd.com বা facebook.com
পরীক্ষা করুন সাইট ব্লক হয়েছে কিনা??
যদি উপরের কাজ গুলা সঠিক ভাবে করে থাকেন তাহলে এখন আপনি আপনার ব্রাউজারে যান। সাইটি ব্লক হয়ে যাবে।
Adult Site Block
আপনি যদি এটা On করে দিন। তাহলে আপনার ফোনে কোন Adult Site বা ১৮+ সাইট ব্রাউজিং হবে না।
এছাড়াও আপনি কোন সাইটি কবে এবং কতক্ষণ সময়ের জন্য ব্লক করতে চান তার Schedule করতে পারবেন।
পোস্ট টি মনোযোগ সহকারে পড়ার জন্য ধন্যবাদ। যদি ভালো লাগে বা উপকারে আসে তাহলে একটা লাইক কমেন্ট করবেন। সবসময় এরকম পোস্ট পেতে ট্রিকফক্স ভিজিট করতে ভুলবেন না।
ধন্যবাদ সবাইকে।
Trickfox.Com এ একটা পোস্ট করলে ৬টাকা ১২ টাকা দেয়া হয়। ৩০টাকা হলে মোবাইল রিচার্জে নিতে পারবেন। ২ ঘন্টার মধ্যেই পেমেন্ট পেয়ে যাবেন।