প্রথমে কোনো পুরাতন পত্রিকা খুজার আগে আপনার জেনে নেয়া উচিত আপনি যা খুজবেন তা কি অনলাইনে আছে নাকি নেই। বাংলাদেশের সকল পত্রিকা যেগুলো অনলাইনে সংরক্ষণ করা হয়েছে, ডেইলি পত্রিকা এবং অনলাইন পত্রিকা তাদের একটি লিস্ট এবং কত তারিখ পর্যন্ত সংরক্ষিত আছে তারও একটি লিস্ট প্রকাশ করা হয়েছে বাংলাদেশ পিয়াইবি ওয়েবসাইটে। সেখান থেকে দেখে নিন আপনার প্রয়োজনীয়
পত্রিকা কি আছে নাকি নেই। নিচে ওয়েবসাইটের লিংক দিয়ে দিলাম দেখে নিতে পারেন।
এই লিস্ট সর্বশেষ হালনাগাদ অর্থাৎ আপডেট করা হয়েছিল ২০১৬ সালের ২৫ শে জানুয়ারি।
নিউজপেপার আর্কাইভে সংরক্ষিত পত্রিকার তালিকা
কার্যপদ্ধতি
যদি পুরাতন কোনো পত্রিকা খুজতে হয় আপনাকে অবশ্যই সেই পত্রিকার ওয়েবসাইটে যেতে হবে। আপনি যদি তাদের ঠিকানা জেনে না থাকেন তাতে কোনো সমস্যা নেই, নিচের পদ্ধতি অনুসরণ করুন।
- গুগলে গিয়ে লিখুন Bangla Newspaper সেখানে সার্চ রেজাল্ট থেকে আপনি দেখতে পারবেন অনেক ওয়েবসাইট যেখানে তারা বাংলাদেশের সকল পত্রিকার লিস্ট দিয়ে রেখেছে। এমন যেকোনো এক ওয়েবসাইটে প্রবেশ করুন। আমি স্ক্রিনশট যুক্ত করে দিব দেখে নিলে বুজতে পারবেন।
- লিস্ট থেকে যেকোন পত্রিকার ওপর ক্লিক করলেই আপনাকে অই পত্রিকার ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে।
- প্রায় সকল পত্রিকার ওয়েবসাইটেই (mobile version) আপনি ডানে অথবা বামে 3 dot menu এর একটি আইকন দেখতে পারবেন,সেখানে ক্লিক করুন।
- সেখানে আপনি ক্যাটাগরিতে আর্কাইভ নামে একটি অংশ দেখতে পারবেন। সেখানে ক্লিক করুন।
- এই জায়গাতেই আপনি আপনার প্রয়োজনীয় পত্রিকা পেয়ে যাবেন। আপনার পত্রিকা খুজতে আর্কাইভ সেকশনে ক্যালেন্ডারের একটি আইকন দেখতে পাবেন, যেখানে আপনি আপনার প্রয়োজনমতো টাইম সেট করে দিলেই ঐ তারিখের সকল পত্রিকা চলে আসবে।
যদি ওয়েবসাইটে লোডিং বা অন্য কোনো সমস্যা দেখা দেয় তাহলে বলব Desktop Mode অন করে রাখতে। কোনো Mini ব্রাউজার ব্যবহার করবেন না। গুগল ক্রোম বা অন্য কোনো ব্রাউজার ব্যবহার করুন।
SCREENSHOTS AND PROOF
স্ক্রিনশট দেখে বুজতে অসুবিধে হলে ইউটিউবের এই ভিডিওটি দেখুন ৩-৪ মিনিটের।
SUPPORT ME
ভাবলাম নতুন এক টেলিগ্রাম চ্যানেল খুলব সেখানে
Mod Apk, Movie এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস
শেয়ার করা হবে তাই আমাকে সাপোর্ট করতে আমার
নিচের চ্যানেলে যোগ দিন।
SUPPORT ME ON TELEGRAM