Site icon Trickbd.com

Android দিয়েই পরিবর্তন করুন Audio গানের Tag

Unnamed

Tag হচ্ছে ছোট্ট একটা ছবি এবং সংক্ষিপ্ত কিছু্ বর্ননা যা
Audio Player এ Show করে(দেখা যায়)।বিভিন্ন লিঙ্ক থেকে
ডাউনলোড করা গানে তাদের নিজস্ব ট্যাগ দেওয়া থাকে
যা আমাদের কাছে ভালো লাগে না।মনে হয় যদি এখানে
আমার ছবি থাকতো তাহলে কতই না ভালো হতো।ভূমিকা
অনেক হয়েছে আসুন কাজের কথায় আসি।
♚♚♚♚♚♚♚♚♚♚♚♚
★★★ যা যা লাগবে ★★★
♛♛♛♛♛♛♛♛♛♛♛♛
1→একটি Android Device.
2→ i-tag
Download Link
══════════════════

★★★ কার্য পদ্ধত্তি★★★
══════════════════
♪ প্রথমে i-tag install করে open করুন,না থাকলে উপোরক্ত
লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন।
♪ এখন ডান পাশের (:) অপশন মেনু থেকে Show Cover in Song
List এ (√) চিন্হ দিয়ে দিন যাতে আগের Cover Photo গুলো
দেখতে পারেন।
♪ এবার Songs এ ক্লিক করুন।ওখানে আপনার Memory
Card এর সকল গান দেখতে পাবেন।
♪ যে গানে ট্যাগ বা কভার ফটো পরিবর্তন করতে চাচ্ছেন
সেটা Select করুন।
♪ Clear Cover এ ক্লিক করুন(যদি কভার ফটো থাকে),দেখবেন
ছবিটি Clear হয়ে গেছে।এবার Pic Picture এ ক্লিক করুন।
♪ সর্টকাটে ছবি খুজে পেতে(আপনি যে ছবিটা দিতে চাচ্ছেন)
Gallery Select করুন এবং কাঙ্খিত ছবিটি Select করুন।
♪একটু নিচে আপনি Artist,Album,Album Artist,Genre,Ye
ar,Comment ইত্যাদি দেখবেন যা চাইলে এডিট করতে পারেন।
♪ আপনার সব কাজ শেষ হলে একদম নিচে দেখবেন set this
coverart as album coverart
ওখানে (√) দিয়ে Save এ ক্লিক করুন।
ব্যাস একটু অপেক্ষা করুন দেখবেন আপনি সফল হয়েছেন।
━━━━━━━━━━━━━━━
━━▼▼━━━━━━━━━━━━━━

ফেসবুকে আমি