“আসসালামু আলাইকুম ”
করোনা থেকে বাঁচতে হলে অবশ্যই ঘরের ভিতরে নিরাপদে অবস্থান করবেন ও সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন
এইবার পোস্ট এ আসি। আমরা অনেক সময় ফোনের নেটওয়ার্ক একটা সমস্যার সমুক্ষিন হই তাহলো 4G থেকে auto 3G বা 2G হয়ে যায়। তখন অনেক সময় কিছু গুরুত্বপূর্ণ সময় টুকু নষ্ট হয়ে যায়।
যদি আপনার এই সমস্যা হয়ে থাকে তাহলে এই পোস্টি আপনার জন্য।
এই সমস্যাটির জন্য একটি apps আপনাকে প্লেস্টোর থেকে ডাউনলোড করতে হবে। তাহলোঃ 4G only Network mode
apps এর লিংক > Link 1 Playstore
ডিরেক্ট Download link
প্রথমে যে সিম only 4G করবেন তা sim 1 এ রাখবেন। তারপর,
এখানে ক্লিক করার পর আবার এখান থেকে আপনি Lite Only করে দিন।
[Note: ফোন only 4G অবস্থায় আপনি কোন কল দিতে পারবেন না, আর কল আসবেও না। তাই কাজ শেষ হওয়ার পর আবার ফোনের ভিতর থেকে সেটিংস আগের মত করে নিবেন। তবে ঢাকার কিছু যাগায় VoLTE সেবা চালু হওয়ার সে সব যাগায় এই সমস্যা হবে না]
আজ এই পর্যন্ত।
ভালো থাকো বাংলাদেশ।