আসসালামু আলাইকুম।
আশা করি আপনারা ভালো আছেন।
Trickbd এর সাথে থাকলে সবসময় ভালোই থাকবে।
আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমিও ভাল আছি।
হাজির হলাম নতুন একটি ট্রিক নিয়ে।
তো চলুন ট্রিক টি শুরু করা যাক।
প্রথমে সেটিং এ যান।
এবার security-তে ক্লিক করুন।
এখন আপনি ডাটা প্রোডাকশন এ ক্লিক করুন।
এখানে একটা পেটান দিন এবং কন্টিনুয়ে তে ক্লিক করুন।
আবার সেই পেটান টি দিন এবং কনফার্ম এ ক্লিক করুন।
দেখুন একটা পেজ ওপেন হয়েছে সেখান পিকচার মভি ইত্যাদি রাখা যাবে
ওর ভিতর রাখার জন্য আপনাকে প্লাস চিহ্নতে ক্লিক করতে হবে।
দেখুন আপনার ফোন মেমোরি কার্ড এবং মেমোরি কার্ডের অপশন দেখা যাচ্ছে দুইটার ভিতরে যেটা থেকে আপনি আপনার পার্সোনাল গুলোর বুকে রাখতে চান সেটা তে ক্লিক করুন।
দেখুন আমি পিকচার ওপেন করেছি ওখানে একটি প্লাস চিহ্ন তে ক্লিক করতে হবে।
এখন আপনি যে ফটোগুলো নিতে চান সে ফটোর উপরে ক্লিক করুন তারপর তালার মত যে চিহ্নটি আছে ওইটাতে ক্লিক করুন।
দেখবেন যে ফটোগুলো সিলেট করেছিলান সেই গুলো ওর ভিতরে চলে এসেছে।
এখন যদি এই গুলো ডিলিট করতে চান তাহলে কলামের মধ্যে চিহ্নটি তে ক্লিক করুন।
যে ফটোগুলো ডিলিট করতে চান সেগুলো সিলেক্ট করুন এবং ডাজবিন এর মত চিহ্নতে ক্লিক করুন।
দেখবেন যে ফটোগুলো সিলেট করেছিলাম সেই গুলো ওখান থেকে ডিলিট হয়ে গেছে।
বি: দ্র: সব মডেলের ফোনে এই সেটিং টি নাও থাকতে পারে।
আজকের পোস্ট এই পর্যন্তই।
আশা করি সবাই বুঝতে পেরেছেন।যদি বুঝতে কোন সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানান।
যদি কোন ভুল হয়ে থাকে তাহলে ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিয়েন।
খোদা হাফেজ।
কোন অ্যাপ ছাড়াই ফোনের ভিতরে হাইড করে রাখুন 10 GB মুভি, ফটো কিংবা মিউজিক

Unnamed