Site icon Trickbd.com

Google Play Store থেকে Paid Apps বিনামূল্যে নামিয়ে নিন

Unnamed

প্লে স্টোর এ অ্যাপস ও গেমস দুই
প্রকার, ফ্রী ও পেইড। অনেকের
প্রশ্ন আপনি, নেট কিনে প্লে স্টোর
থাইক্কা অ্যাপস ও গেমস
ডাউনলোড দেই,
টাকা খরচ কইরাই তো নামালাম।
যদি নেট
এর
টাকা আর প্লে স্টোর এর টাকার
পার্থক্য
না বুঝেন তাহলে হয়ত এই টিউন
আপনার
জন্য না ।
ফ্রী ও পেইড অ্যাপস ও গেমস এর
পার্থক্য
আকাশ পাতাল, যারা ব্যাবহার
করেছেন
তারা অবশই বুঝতে পেরেছেন।।
প্লে স্টোরে কোন প্রয়োজনীয়

অ্যাপস ও
গেমস দেখলেই আমাদের ইচ্ছা হয়
নামাতে,
অনেকে হয়ত নিজের ক্রেডিট
কার্ড
ব্যাবহার
করে নামাতে পারেন, অনেকে হয়ত
গুগল
মামার সহায়তায় বিভিন্ন
ওয়েবসাইট
ঘুরে কাঙ্খিত অ্যাপস ও গেমস
নামতে সক্ষমও হন।।
কিন্তু আজ
আমি কয়েকটি ধাপে প্লে স্টোর
এর পেইড অ্যাপস ও গেমস
ফ্রীতে নামানো শিখাব।।
১। প্রথমে নিচের লিঙ্ক
থেকে অ্যাপসটি নামিয়ে ইন্সটল
করে নিন।
লিঙ্কঃ
Click Here To Download This Apps
২। প্লে স্টোরে প্রবেশ করুন,
যেকোনো অ্যাপস সিলেক্ট করুন।।
৩। মেনুতে ক্লিক করে শেয়ার
অপশন
সিলেক্ট করুন।
৪। ফ্রী স্টোর দেখিয়ে দিন।
৫। ডাউনলোড এ ক্লিক করুন।।
৫। ব্যাস , ডাউনলোড শুরু
হয়ে যাবে, এবার ইন্সটল
দিয়ে আরামছে ব্যাবহার করুন
যেকোনো পেইড অ্যাপস ও গেমস।
সমস্যা হলে কমেন্ট করবেন ।
ফেসবুকে আমি
সবাই ভালো থাকুন সুস্থ্য থাকুন এবং ট্রিকবিডি এর সাথেই থাকুন ।