Site icon Trickbd.com

যেভাবে mail.com এর ইমেইল একাউন্ট Gmail App এ সেটাপ করবেন! 

আসসালামু আলাইকুম,

সেদিন আমি @এর পরে পছন্দের প্রফেশনের নাম যোগ করে ইমেইল একাউন্ট খোলার উপায় দেখিয়েছিলাম। যেমনঃ

কুদ্দুস@ইঞ্জিনিয়ার ডট কম!

চৈতী@ডক্টর ডট কম! 

হাব্লু@ফটোগ্রাফার ডট নেট!

যারা ঐ পোস্ট টা মিস করেছেন তারা এখানে ক্লিক করে পোস্ট টি দেখে আসতে পারেন।

*কেমন হয় যদি আপনি আপনার ইমেইল একাউন্ট  টি আপনার ফোনে থাকা Gmail App এর মাধ্যমেই ব্যবহার করতে পারেন? অবশ্যই জোস হয় ব্যাপারটা কেননা ফোনে থাকা ডিফল্ট app এই যদি ইমেইলটি ব্যবহার করা যায় তাহলে কে চাইবে এক্সট্রা একটা App Install করে রাখতে বা বারবার ওয়েবসাইটে গিয়ে ব্যবহার করতে?

তো আজকে আমি দেখাব যেভাবে আপনি আপনার mail.com এর ইমেইলটি  আপনার ফোনে থাকা  Gmail App এ সেট আপ করবেন।

তো চলুন শুরু করি।

প্রথমে আপনি আপনার ফোনের Gmail app টি ওপেন করুন।

ওপেন করলে আপনি আপনার ফোনে লগিন থাকা একাউন্টের ইনবক্স দেখতে পাবেন। এবার উপরে থাকা ডান কর্ণারে লক্ষ্য করুন । সেখানে আপনি আপনার গুগল একাউন্টের প্রোফাইল পিকচারটি ছোট বৃত্তের মধ্যে দেখতে পাবেন ।প্রোফাইল পিকচার দেয়া না থাকলে আপনি আপনার গুগল একাউন্টে যে নাম দিয়েছিলেন সেটার প্রথম অক্ষর দেখতে পাবেন। ঐ বৃত্তে টাচ করুন ।

এবার একেবারে নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন “Add another account” এখানে ক্লিক করুন ।

এখন নিচের মতো আসলে “Other” এ ক্লিক করুন ।

এবার এখানে আপনি আপনার mail.com এর ইমেইল একাউন্ট টি দিয়ে “Next” এ ক্লিক করুন।

এবার “Personal(IMAP) এই অপশনটি সিলেক্ট করুন ।

 

 

“Personal (IMAP)” সিলেক্ট করলে এবার পাসওয়ার্ড দেয়ার অপশন পাবেন ।এখানে আপনার mail.com এর ইমেইল একাউন্টের পাসওয়ার্ড টি দিয়ে “Next” এ ক্লিক করুন।

এবার “Server” নামে একটা নতুন অপশন পাবেন সেখানে বাই ডিফল্ট mail.com লেখা থাকতে পারে।সেটা Edit করে imap.mail.com” করে দিবেন এরপর “Next” এ ক্লিক করুন।

এবার “SMTP server ” অপশনটা আসলে এখানে এডিট করে “ smtp.mail.com” লিখে “Next” এ ক্লিক করুন ।

আবারও “Next ” অপশনে ক্লিক করুন।

এখানে mail.com এর ইমেইল একাউন্টে প্রদত্ত আপনার  নামটি শো করবে।চাইলে এডিট  করে চেঞ্জ করে নিতে পারেন না চাইলে কিছুই পরিবর্তন না করে সরাসরি  “Next ” এ ক্লিক করুন।

হয়ে গেল আপনার একাউন্ট সেটাপ!

এবার আসুন ইনবক্স চেক করি মেইলগুলো সঠিকভাবে Gmail app এ সিঙ্ক হচ্ছে কি না।

তো দেখতেই পাচ্ছেন এখানে mail.com ইমেইল একাউন্ট এর ইববক্সের মেইল গুলো শো করতেছে।

বিভিন্ন ফোনের সেটাপ অপশন ভিন্ন হওয়ার কারনে অনেকে সমস্যায় পড়তে পারেন। সেক্ষেত্রে ইমেইল সেট আপ করতে গিয়ে কোনো সমস্যা ফেস করলে  Facebook Group এ পোস্ট করতে পারেন অথবা কমেন্ট সেকশনে বিস্তারিত লিখতে পারেন।  ইনশাআল্লাহ আমি রিপ্লাই করে সমাধান দেয়ার চেষ্টা করব।

গ্রুপে পোস্ট করার ক্ষেত্রে #mail এই ট্যাগটি ইউজ করুন।পোস্ট করার আগে দেখে নিন আপনার একই সমস্যা এর আগে কেউ পোস্ট করেছে কিনা। কেউ করে থাকলে নতুন করে পোস্ট না করে  সেই পোস্টের কমেন্ট সেকশন চেক করুন।    

(মেসেঞ্জারে হেল্প করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একই সমস্যা নিয়ে প্রায় ২০-৩০ জন নক করতেছেন। প্রত্যেককে এক এক করে এভাবে হেল্প করা আসলে সময় সাপেক্ষ ব্যাপার বিরক্তিকরও বটে! তাই ফেসবুক গ্রুপ লিংক দিয়ে দিলাম।যার যে সমস্যা গ্রুপে পোস্ট করুন আমি কমেন্টে সমাধান দিয়ে দিব ইনশাআল্লাহ।

 

সকলের সুস্বাস্থ্য কামনায় এখানেই শেষ করছি। 

Stay Home

Stay Safe ?

আল্লাহ হাফেজ। ?