??আসসালামু আলাইকুম??
আশা করি সবাই ভালোই আছেন আর TEchskyAJ এর সাথে থাকলে সবাই ভাল থাকবেন।
তো বন্ধুরা আজকে আমি দেখাব কিভাবে একটি ভিডিও কম এমবিতে কমপ্রেস করবেন তাও আবার কোন প্রকার ভিডিওর কোয়ালিটি খারাপ হওয়া ছাড়াই এবং তা সম্পন্ন অফলাইনে করবেন।
তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে, একদম সরাসরি টপিক এ চলে যায়,
আজকাল আমরা অনেক ভিডিও তৈরি করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যেমন facebook-youtube টুইটার ইনস্টাগ্রামের শেয়ার করে থাকি তবে আমাদের প্রধান সমস্যা হয় যে আমাদের বাংলাদেশ অনেক বেশি এবং একটি ভিডিও আপলোড করতে গিয়ে অনেক সময় লেগে যায় সে জন্য একটি বিশাল সমস্যার সমাধান হলো ভিডিওটিকে কম্প্রেস করে কম এমবিতে নিয়ে এসে তা যেকোনো জায়গায় আপলোড করা।
তবে এফ ভিডিও কম্প্রেস করার ক্ষেত্রে আমাদের যে সমস্যা হয় তা হল ভিডিও কম এমবি দিয়ে কম্প্রেস করার পর ভিডিওর কোয়ালিটি ভালো থাকেনা এবং ভিডিওটি দেখতে খারাপ লাগে সেজন্য সমস্যার সমাধান এবং আপনি এবার খুব সহজেই কোন ভিডিওর কোয়ালিটি খারাপ ছাড়াই যেকোন ভিডিওকে কম এমবিতে কম্প্রেস করতে পারবেন খুব সহজে।
ভিডিওটি বিশেষ করে আমরা যারা ইউটিউবার আছি তাদের জন্য দেখা দরকার কারণ ইউটিউবে ভিডিও আপলোড করতে গিয়ে আমাদের অনেক সময় ও অনেক এমবি নষ্ট হয় সেজন্য এই সমস্যার সমাধান টি।
এবার অ্যাপটি ডাউনলোড করার পর অ্যাপটি ইন্সটল করে ওপেন করুন
এবার যে ফোল্ডারে আপনার ভিডিও রাখা আছে সে ফোল্ডারে ক্লিক করুন,
এবার যে কোন একটি ভিডিও সিলেক্ট করুন,
এবার কম্প্রেস ভিডিও অপশনে ক্লিক করুন,
এবার কাস্টম কম্প্রেস এ ক্লিক করুন,
প্রথমের ভিডিও অপ্সন থেকে ইচ্ছা মত কমিয়ে নিন,
এবার কম্প্রেস এ ক্লিক করলেই কম্প্রেসিং শুরু হয়ে যাবে। মনে রাখবেন অডিও টির কুয়ালিটি কমাবেন না।
দেখুন ভিডিও কম্প্রেসিং এর কাজ শেষ, ভিডিওর কোন প্রকার কুয়ালিটি কমে নি, আর ভিডিওটি আগের কুয়ালিটি তেই প্লে হচ্ছে,
তো বন্ধুরা এই ছিল আজকের টপিক।
এরকম আরো টপিক পেতে, ও
প্রযুক্তি বিসয়ক টিপস পেতে আমাদের সাইট TechSky এ যাবার আমন্ত্রণ রইলো।