Site icon Trickbd.com

মারভেল এর ইন্ট্রো তৈরি করুন আপনার ফোনে তাও নিজের ছবি দিয়ে মাত্র ৫ মিনিটে।[Kinemaster||Pixellab]

Unnamed

এই ধরণের টিউটোরিয়াল ভিডিও ছাড়া বুঝানো সম্ভব হয় না
তারপরেও চেষ্টা করব বুঝাতে। আজকের পোস্টের টাইটেলেই
বিস্তারিত বলা আছে কি নিয়ে পোস্ট হবে। পোস্ট টি সম্পূর্ণ করতে যেসকল সফটওয়্যার দরকার হবে তাদের লিংক দিয়ে দিচ্ছি।

EDIT TEXT

সর্বপ্রথমে কাজ হচ্ছে লেখা ইডিট করা বা প্রয়োজনীয় লেখাকে Clip বা Png ফরমেটে তৈরি করা। এর জন্য পিক্সেললেভ ব্যবহার করছি আমি। ধরুণ আপনার লেখা হতে পারে আপনার নাম, চ্যানেলের নাম অথবা Marvel ইত্যাদি আমি এখানে
ট্রিকবিডি ব্যবহার করছি।

Kinemaster Video

ইন্ট্রো তৈরির আগে Kinemaster এ প্রথমে আপনার ছবিগুলো দিয়ে একটি ১০-১২ সেকেন্ডের ভিডিও তৈরি করতে হবে। মার্ভেলের ইন্ট্রোতে দেখেছেনি তো কতগুলো ছবি তারাতারি করে দেখায় স্পাইডারম্যন, আইরনম্যন ইত্যাদি। নিচের স্টেপগুলো ফলো করুন।
  • প্রথমে গ্যালারি থেকে যা যা ছবি আপনি ব্যবহার করবেন তা সবগুলো যোগ করে নিন মিডিয়াতে গিয়ে। আশা করি কাইন্মাস্টারের এতটুকু সবাই জানে।
  • এখানে প্রতিটি ছবি যোগ করায় তা এক একটি ৩-৪ সেকেন্ডের ভিডিও আকারের হয়ে যাবে। লক্ষ করলে দেখতে পাবেন ১০-১৩ টি ছবি যোগ করায় পুরো প্রায় একটি ১ মিনিটের ভিডিও তৈরি হয়ে গিয়েছে। এখন আপনাকে প্রতিটি ছবিকে ৩-৪ সেকেন্ড থেকে কমিয়ে এনে সর্বনিম্ন করতে হবে যা প্রায় ০.১
    সেকেন্ড। এর জন্য ছবিতে ক্লিক করুন দেখতে পাবেন তার ডানে ও বামে হলুদ আকারের বর্ডার আছে। সেখানে ডানে বা বামপাশে ক্লিক করে চেপে ধরে অপর পাশে নিয়ে আসলে বা Swipe করলে সাইজ কমে যাবে। যদি বুজতে অসুবিধে হয় তবে কাট করে একদম সর্বনিম্ন করে ফেলেন সময়। তবে এতে অনেক সময় লাগবে আপনার। নিচে ভিডিও দিয়ে দিব যদি নতুন হন তবে আপনার অবশ্যই ভিডিও একবার দেখতে হবে, এক্সপার্ট হলে বুঝবেন আমি কি নিয়ে কথা বলছি।দেখুন আমার ছবিগুলোর সময় প্রায় একমিনিট থেকে কমে এসে ১ সেকেন্ডের
    হয়ে গিয়েছে।
  • আপনার ছবিগুলো দিয়ে ১ সেকেন্ডের ভিডিও তৈরি শেষ। অর্থাৎ এখন ১ সেকেন্ডে আপনার দেয়া ১০-১৩ টি ছবি দেখাবে স্পিডে?।ভিডিওটি এক্সপোর্ট করে ফেলুন, শেয়ার
    অপশনে গেলে এক্সপোর্ট এর অপশন পাবেন। (অর্থাৎ সেইভ করুন ভিডিওটি)
  • এক্সপোর্ট শেষে কেটে না দিয়ে Back এ আসুন। দেখবেন কাজ যতটুকু করেছিলেন অতটুকুই আছে। এবার Media তে গিয়ে একটু আগে যে ফাইলটি এক্সপোর্ট করেছিলেন
    তা খুজে বের করে তাতে ক্লিক করুন। আগে থেকে করা কাজ অঅর্থাৎ এক সেকেন্ডের ভিডিও তৈরি করার অংশটুকু Kinemaster এর মধ্যেই আছে এবং সেই অংশটুকুকেই
    আপনি যে এক্সপোর্ট করলেন তা আবার ইন্সার্ট করুন। এতে ১ সেকেন্ড + ১ সেকেন্ড = ২ সেকেন্ডের ভিডিও হয়ে যাবে। আপনার ইন্ট্রো যত লম্বা করার ইচ্ছে তত সেকেন্ডের
    জন্য একটি ভিডিও বানান। অর্থাৎ এক্সপোর্ট করার ফাইলটিতে বাবরবার ক্লিক করলে একবার একবার করে যোগ হয়ে যাবে ভিডিওটিতে।
  • আপনার পছন্দের সময়ে ভিডিও তৈরি করে তা সেইভ করে নিন। আমি ৭ সেকেন্ডের তৈরি করেছি। এই মুহূর্তে আপনার কাছে আছে ৭ সেকেন্ডের ভিডিও, আপনার পছন্দের
    Text ফাইল। এই দুইটিই যথেষ্ট ইন্ট্রো তৈরি করতে।

FINAL EDIT

এটি হল সর্বশেষ ইডিট। এই পার্টটিতে আশার জন্য আপনার দরকার হবে একটি ভিডিও আপনার পছন্দের ছবিসহ যা একটু আগে তৈরি করেছেন এবং একটি৷ টেক্সট ফাইল Png ফরমেটে।

Video Tutorial

যদি আগে Kinemaster ব্যবহার করে না থাকেন তবে আশা করি বুজতে কষ্ট হবে আপনার এই জন্য ভিডিও টিউটোরিয়াল দিচ্ছি দেখে নিবেন।
ভিডিও Embed হচ্ছে না। কেউ জানলে কমেন্ট কইরেন।

SUPPORT ME

মাত্র ৩০ সেকেন্ড সময় অপচয় করে আমাকে সাহায্য করতে পারেন।