Site icon Trickbd.com

WiFi Hotspot Same Time!!একসাথে অন করুন WIFI HOTSPOT !!এক মোবাইলে ওয়াইফাই কানেক্ট করে হটস্পট অন করে অন্য মোবাইলে নেট চালান!?!

Unnamed

হ্যালো বন্ধুরা,
আপনি যদি WiFi এবং Hotspot একসাথে ব্যবহার করতে চান তাহলে এই পোষ্ট টি সম্পূর্ণ পড়ুন।আমি দুটি ধাপে বলবো কিভাবে WiFi এবং Hotspot একসাথে অন করবেন।

WiFi Hotspot একসাথে অন করার সুবিধা যা পাবেন!!
১.একটি ডিভাইসে WiFi Connected থাকলেই আপনি চাইলেই যেকোনো ডিভাইসে সেই WiFi ব্যবহার করতে পারবেন Hotspot এর মাধ্যমে!!কোনো রকম পাস‌ওয়ার্ড ছাড়াই।
২.আপনি এই Hotspot রিপিটার এর মতো কাজ করতে পারেন।

WiFi Hotspot একসাথে অন করার জন্য যা লাগবে!!
১.একটি ডিভাইস যেখানে WiFi Connected থাকবে
২. NetShare App
NetShare App আপনি Play Store এ পাবেন। কিন্তু সেটি Unlocked Version হবে না ।এর জন্য ৭৫০ টাকা Pay করতে হবে।
ফ্রিতে Unlocked Version নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে নিয়ে নিন‌!?!
NetShare Full Unlocked
এখন আপনি WiFi Connected থাকা অবস্থায় এই এ্যাপটি অপেন করুন।

Start WiFi Hotspot এর পাশে ফাকা বক্সে ক্লিক করুন।

এরপর পাশে দেখুন WPS বাটন আছে।সেটি অন করে দিন।এখানে যে নাম এবং পাসওয়ার্ড দেখতে পাবেন সেটি সেই ডিভাইসে কাজে লাগবে ,যেখানে Hotspot কানেক্টেড করবেন।

এরপর যে ডিভাইসে Hotspot ব্যবহার করতে চান।সেই ডিভাইসে WiFi চালু করুন।দেখুন আপনার Hotspot এর নাম লিখা আছে ওটায় ক্লিক করে পাস‌ওয়ার্ড দিন!যেটি আপনি আগের ডিভাইসে পাবেন

এখন দেখুন Connected হয়ে গেছে কিন্তু এখন‌ও কাজ বাকি আছে সেই কাজ না করলে কোনো কিছু চলবে না।এখন WIFI অপশনে গিয়ে Hotspot নামটিতে ক্লিক করে Manage Network Settings ক্লিক করুন।আপনার ডিভাইসের হয়তো > এইরকম চিহ্ন পাবেন যেখানে Additional Settings গুলো পাবেন।


এখন এখানে নিচের স্ক্রিনশট অনুযায়ী কাজ করুন।
Proxy:Manual
Proxy Hostname:192.168.49.1
Proxy Port:8282

এখন দেখুন সবকিছু চলবে ?

যদি না চলে এবং সম্পূর্ণ স্পিড পাওয়ার জন্য নিচের স্টেপগুলো অনুসরণ করুন।
যেই ডিভাইসে Hotspot কানেক্ট করে ব্যবহার করতে চান।সেই ডিভাইসেও NetShare এ্যাপটি ডাউনলোড করে নিন।এখন অপেন করে Connect লিখা বাটনে ক্লিক করলেই Connected হয়ে যাবে।




যদি Connected না হয় তাহলে ভালো করে চেক করে দেখবেন যেই ডিভাইসে Hotspot চালু করলেন সেই ডিভাইসে WPS অন আছে কিনা।

বিঃ দ্রঃ আপনি এখানে সব সুবিধা পাবেন।ব্লক সিস্টেম ও আছে এই এ্যাপে!!

ধন্যবাদ
ভুল ত্রুটি ক্ষমাপ্রার্থী