আজ আপনাদের একটা ট্রিক্স দেখাবো যার মাধ্যমে আপনারা (Html এবং Css) টেষ্ট করতে পারবেন। আর সেটা শুধু মাত্র একটি ফাইল ম্যানেজারের মাধ্যমে। ট্রিক্সটি অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য এই পোষ্টটি।
এখন থেকে ওয়াপমাষ্টার কোর্স নিয়ে পোষ্ট করবো তাই ভাবলাম এই রকম একটা পোষ্ট করি যাতে করে আপনারা Html এবং Css কোডগুলো সংরক্ষন করে রাখতে পারেন এবং টেষ্ট করতে পারেন।
যে এপ নিয়ে কথা বলবো সেই এপটি হলো ES File Manager, এই এপটির সাহাজ্যে আপনারা ভিবিন্ন ফাইল ইডিট করা থেকে শুরু করে ওয়েবসাইটের সকল কাজ করা যায়। Zip ফাইল ও Unzip করা যায় এই ফাইল ম্যানেজার ধারা।
নিচের লিংকটি থেকে এপটি ডাউনলোড করে ইনষ্টল করুন।
ES File Manager (Download Now)
ফাইল ম্যানেজারে ঢুকুন, ঢুকার পরে একটা ফাইল তৈরী করতে হবে
একটা কথা। কোন মতেই Always এ ক্লিক করবেন না। শুধুমাত্র লাল দাগগুলো ফলো করুন।
দেখেন সাদা একটা পেজ আসছে এটার মধ্যে আমরা কোড লিখবো। স্ক্রিনশট দেখুন।
দেখেন কাজ করেছে। আসা করি সবাই বুঝতে পেরেছেন।