Site icon Trickbd.com

বিকাশ থেকে ৩৫ টাকা রিচার্জ এ নিন ১২.২৫ টাকা ক্যাশব্যাক

Unnamed

আসসালামু-আলাইকুম। কেমন আছেন সবাই?
আশা করি ভাল। আর ট্রিকবিডির সাথে থাকলে সবাই ভাল থাকে।তাহলে আজকের পোস্ট শুরু করা যাক।

 

 

বিকাশ থেকে নতুন একটি অফার দিয়েছে। এপ থেকে ৩৫ টাকা যে কোনো নম্বরে রিচার্জে ৩৫% মানে ১২.২৫ ক্যাশব্যাক।

তো চলুন দেখা যাকঃ

১)বিকাশ এপে লগিন করুন এবং নিচের ঘরে থাকুন অফারে ক্লিক করুন। 

২)আপনার নম্বর দিন,৩৫ টাকায় আপাতত  টেলিটক সিমে প্যাকেজ নাই,তবে অন্য নিজ দায়িত্বে রিচার্জ করুন।

৩)এমাউন্ট ৩৫ টাকা দিয়ে এ্যারো চিন্হতে ক্লিক করুন।

৪)আপনার পিন নম্বর দিন।।

৫)ট্যাপ করে ধরে রাখুন।

৬)১২.২৫ টাকা ইন্সট্যান্ট ক্যশব্যাক।

অফারটি শুধু মাত্র আজকে ২ জুলাই থেকে ৬ জুলাই এর জন্য এবং সর্বোচ্চ একবার সবাই পাবেন।

ভাল লাগলে একজনকে বলুন, ভাল না লাগলে ২ জনকে বলুন