সুচনাঃ- সবাইকে শুভভেচ্ছা ? জানিয়ে আজকের পোস্ট ৷
টাইটেল দেখেই তো অনেকেই অবাক হয়েছেন,
মনে মনে বলতেছেন কেমন করে ফোন যাবে ?
ইমুতে তো কোন অপশন নেই যেখান থেকে কল করা যাবে? আবার বলতেছেন পড়েই দেখি কি বলে?
যাই হোক না কেন বলতেছেন ৷
আবেগঃ-
মনেে পড়ে যায় ২০১৪ সালে ইমু নিয়ে সর্বপ্রথম আমিই বাংলায় পোস্ট করি ট্রিকবিডিতে এবং বাংলার নেট দুনিয়ায় ও প্রথম ৷ তখন ছিল 2জি ( আমাদের এলাকায় ) বাংলাদেশে তখন নতুন থ্রিজি নেটওয়ার্ক ৷
আর ভাঙ্গের কি পরিহাস দেখুন আজকেই সর্বপ্রথম ইমু থেকে অন্য বাটন ফোনে কল নিয়ে আমিই পোস্ট করলাম ( তবে youtube ভিডিও পাবেন ) ৷ বদলে গেছে যেমন ট্রিকবিডি বদলে গেছে তেমনি ইমু ৷ ট্রিকবিডি ছিল প্রথমে wapka তে আজ wardprees এ, ঠিক তেমনি imo 2জি থেকে আজ 5জি (HD call) ৷ আবার imo আগে ছিল imo থেকে imo কল আজ দেখুন imo থেকে any phone call (যে কোন ফোনে কল) আর Trickbd দেখুন Free টিউনার থেকে paid অথর (পোস্ট ভাল মানের হলে টাকা প্রদান করতেছে) ৷
ইমু তেও সর্বনিম্ন ১৫ ডায়মন্ড হলেই ১০ টাকা লোড নিতে পারতেছেন ৷
যাই হোক মুল প্রসঙ্গে চলে আসি ৷
মুল বিষয়ঃ-
[] imo থেকে দেশ বিদেশ [] যে কোন বাটন/টাচ মোবাইলে কল করুন || ইমু কানেক্ট ছাড়ই || তাও আবার গোল্ড ডায়মন্ড দিয়ে ৷
০১ বাধ্যতামুলক কাজ
প্রথমে ইমু আপডেট করতে হবে 100% তবে আপডেট থাকলে লাগবে না ৷
[ নোটঃ- ইমু বেটা বা ইমু এইচ ডি থেকে কল করা যাবে না ]
০২ ফ্লোঃ-
(01) imo ওপেন করুন
(02) ≡ থ্রি ডট এ ক্লিক করুন
(03) imo phone call এ ক্লিক করুন
(04) ফ্রি ক্রেডিট এ ক্লিক করে Likee ইনিস্টল দিলেই পাবে ফ্রি ক্রেডিট বা ডায়মন্ড
তারপর নিচে যান দেখবেন ফোনে সেভ করা নাম্বার শো করবে ৷ যাকে দরকার তাকে কল করুন কল 100% যাবে
[[Ex:-01]দেখুন call হচ্ছে]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
[[Ex:-02]দেখুন যে ফোনে কল দিছিলাম মিসড কল লেখা আছে (নাম্বার টা বাংলাদেশি হলেও কোড গুলা ইনডিয়ার) ]
প্রশ্নঃ-
যে প্রশ্ন গুুুুলা আপনার মধ্যে ঘুরতেছে ?
01 ~ কলের জন্য তো ডায়মন্ড লাগবে?
02~ ডায়মন্ড পাবো কই?
03~ টাকা (bkash,Roket,Card, ETC) দিয়ে কিনা যায়?
04~ ডায়মন্ড কি ইমু থেকে বিনা মুল্যে সগ্রহ করা যাবে?
ভিডিও গ্রাফিঃ-
ভিডিওতে দেখুন তাহলে বুঝবেন প্রভ সহকারে দেওয়া আছে ৷
বাংলায় সুন্দর স্পস্ট ভাষায় ভিডিও সহকারে দেখুন ৷
এখানে ক্লিক করে দেখুন
যদি পোস্টটি ভালো লাগে তাহলে আমার সাইটটি ঘুরে দেখুন একবার ? hmvai.com
লেখার মাঝে কোন ভুল হলে দয়া করে ক্ষমা করবেন ৷
ধন্যবাদ ৷