Site icon Trickbd.com

একদম ফ্রিতে ডাউনলোড করে নিন FaceApp এর প্রো ভার্সন

faceapp

এই অ্যাপটির প্রো ভার্সন এক্সপায়ার্ড হয়েছে। নতুন ভার্সন এলে আপনাদেরকে জানানো হবে। এই পর্যন্ত সাথেই থাকুন।

আসসালামু ওয়ালাইকুম। আশা করছি ভালো আছেন। পোস্টের টাইটেল দেখে বুঝতেই পারতিছে পোস্টটি কি নিয়ে!! আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে শেয়ার করব FaceApp Pro এর লেটেস্ট ভার্সন।

এই অ্যাপটি বর্তমানে অনেক জনপ্রিয় হয়ে গেছে ফটো এডিটিং এর জন্য। ছবিতে চুল, দাড়ি, চশমা লাগানো, বয়স পরিবর্তন করা সহ অনেক ফিচার এই অ্যাপটিতে রয়েছে।

আপনারা যারা FaceApp ব্যবহার করেন তারা হয়তো জানেন এর ভিতর কিছু ফিউচার ফ্রিতে দেওয়া আছে কিন্তু মূল ফিচারগুলো ব্যবহার করতে হলে টাকা দিয়ে কিনতে হবে। এছাড়াও FaceApp এর ফ্রি ভার্সনে ফটো এডিট করার পর সেভ করলে ফেসঅ্যাপের ওয়াটারমার্ক থাকে। তবে আপনি যদি FaceApp Pro কিনে নেন তাহলে সব ফিচার অনলক করা থাকবে এবং ওয়াটারমার্কও থাকবে না।

আপনাকে যাতে টাকা দিয়ে কিনতে না হয় তাই আজকের এই টিউনটি। এই টিউনটি থেকে একদম বিনামূল্যে ডাউনলোড করে নিতে পারবেন।

https://www.wikibn.com/kinemaster-mod-apk-free-download/

FaceApp Pro Apk

Apk Name FaceApp – AI Face Editor
Version 3.8.0.1
Size 13.5 MB
Requires Android 5.0 and up
Features Premium Unlocked

Improve

Click Here to Download FaceApp

অ্যাপটি ডাউনলোড করে নিন এবং ব্যবহার করা শুরু করে দিন। পোস্টটি সম্পর্কে আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেন।

Exit mobile version