আমরা সকলেই জানি আয়মান সাদিক এবং সাদমান সাদিক তাদের যাত্রা শুরু 10 minutes school এর হাত ধরে এবং তাদের হাতেই বেড়ে উঠে দেশের অন্যতম বিশাল অনলাইন শিক্ষাবিষয়ক প্লাটফরম 10 minutes school
তারা তাদের সকল শিক্ষার্থীদের জন্য প্রতিনিয়ত কিছু না কিছু নতুন টপিক নিয়ে আসছে এবং এখন তাদের প্রায় ২৪ লক্ষ স্টুডেন্ট রয়েছে।
এরই ধারাবাহিকতায় তারা বিভিন্ন বই এবং কোর্স
করে যাচ্ছে।
Communication Hacks বইটি তার মধ্যে অন্যতম। এই বইয়ে দেওয়া আছে কিভাবে আপনি আপনার কমিউনিকেশন স্কিল উন্নত করতে পারেন এবং এখানে প্রাইমারি থেকে কর্পোরেট লেভেলের কমিউনিকেশন এর সকল ধারাবাহিকতা দেওয়া আছে।
বইটির মূল্য মাত্র ৬৫ টাকা আপনি চাইলে তাদের অফিশিয়াল সাইট থেকে বইটি ডাউনলোড করতে পারেন:
Download Officially
অথবা ফ্রিতে এখান থেকে ডাউনলোড করতে পারেন
Free Download
আশা করি আপনাদের প্রাত্যহিক জীবনে কাজে আসবে।