হ্যালো ট্রিকবিডি বাসি, স্বাগতম আপনাদের ট্রিকবিডি এর আরো একটি চমকে।তো ফ্রান্স নিজের ফোন টা কে স্টাইলিশ লুক দিতে কে না চায়?
অবশ্যই সবাই ই চায় তার ফোন কে একটু ভিন্ন লুক দিতে।।আপনি ও যদি তেমন ই চান তাহলে এই পোস্ট টি আপনার জন্য মাস্ট ?।
তো আজকের পোস্ট এ আমরা জানবো কিভাবে আপনার শখের ফোন টির ভলিউম বার চেন্জ করবেন বা ভলিউম বার এর লুক চেন্জ করবেন।।
তো আপনি আপনার ফোনের ভলিউম বার যে সমস্ত ইউ আই এর মত করবেন সেগুলো হলোঃ iOS,MiUi, One Ui,wave, Oxygen OS,Funtuch os,Emiui,Realme Ui এছাড়া আরো অনেক ইউআই এর মত।

তো চলুন দেখে নিন কিভাবে করবেন ⬇

1⃣ পোস্ট এর নিচের লিংক থেকে অ্যাপটি ইনস্টল করে নিন।
2⃣বসে আছেন কেন অ্যাপটি ওপেন করুন?

3⃣উপরে স্ট্রাট এ ক্লিক করুন।

4⃣পারমিশন দিন।

5⃣এবার নিচ থেকে আপনার পছন্দের ইউ আই টি বেছে নিন?

⭕অনেকে ভাবতে পারেন, যেহেতু অ্যাপের মাধ্যমে এমন করছি তাহলে নিশ্চয় কোনো সমস্যা করবে।।বাট আমি ১ সপ্তাহ যাবত এটা ইউজ করতেছি।।আমার ফোনে এটা প্রপারলি কাজ করতেছে।সো নো কনফিউশন।।

?তবে যেহেতু থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে করতেছেন সেহেতু সীমিত আকারে ব্যাটারি ড্রেইন করতে পারে।।এবং নট সাজেস্টেড ফর ১.৫ জিবি র্যাম।।

এখন আপনি ইউজ করবেন নাকি করবেন সেটা আপনার ব্যাপার?

ডাউনলোড লিংক ➡ Playstore? Click here

তো টেক প্রিয় সকল ভাই, বোন গণ আজকের মত বিদায় নিচ্ছি।।দেখা হবে অন্য কোনে পোস্ট এ।।

আমরা সবাই ফিজিকাল ডিসটান্স মেন চলি।নিজের এবং পরিবারের সুস্থ তা বজায় রাখি।ধন্যবাদ।।

3 thoughts on "আপনার ফোনের ভলিউম বারের লুক দিন পছন্দের ইউআই এর মত করে।। (No Root)"

  1. Cyber mad Contributor says:
    Bro amar mobile le volume batton nosto hoya gesa.Akon notification theke volume badate pari amon app link din.
  2. Abdullah Al Amin Contributor says:
    accessibility service on hoy na. ki krbo?

Leave a Reply