বর্তমানে আমরা প্রায় সবাই আমাদের অবসর সময় নেটফ্লিক্স এ কাটাচ্ছি।
নেটফ্লিক্স এ সময়কে কাজে লাগিয়ে অনেক ভালো ভালো মুভি এবং সিরিজ নিয়ে আসছে।
আপনার নেটফ্লিক্স অভিজ্ঞতা আরো রোমাঞ্চিত করতে আজকে নিয়ে আসলাম কিছু ট্রিক।
ত চলুন শুরু করা যাকঃ-
অন্যান্য দেশের মুভি আনব্লকারঃ-
সাধারণত কিছু মুভি এবং ওয়েবসিরিজ কিছু দেশের জন্য নির্দিষ্ট থাকে।
যেমন আর্জেন্টিনার অনেক মুভি বাংলাদেশের লোকেশনে নেটফ্লিক্স এ সার্চ করলে পাবেন নাহ।
এইসব মুভি আপনি ভালো ভিপিএন ব্যবহার করেও দেখতে পারবেন। এক্সপ্রেস ভিপিএন এর মুড এর জন্য আমার আগের পোস্ট টি দেখতে পারেন। অথবা মিডিয়া হিন্টও ব্যবহার করতে পারবেন,যা প্রতিটি একাউন্ট এ ৭ দিন করে ফ্রি ব্যবহার করতে পারবেন।
Media Hint- Unblocker Netflix
এটি ব্যবহার করে Disney,Hbo,holo সহ অন্যান্য মুভি স্ট্রিমিং সাইট এ ও মুভি কান্ট্রি রিস্ট্রেকশন রিমুভ করতে পারবেন।
Add Imdb links, Rotten tomato ratings and Trailers-
আপনি যদি মুভি দেখার প্রথমেই এটার রেটিং,ট্রেইলার সহ বিস্তারিত জানতে চান তাহলে এই ক্রোম এক্সটেনশনটি আপনার জন্য। এটি আপনার মুভি দেখার এক্সপেরিয়েন্স আরো বাড়িয়ে দিবে। আপনি এটি একবার ব্যবহার করলেই বুঝবেন এটি ছাড়া নেটফ্লিক্স ইউজ এর মানেই হয় নাহ।
এক্সটেনশন লিংকঃ-
Netflix Enhancement Suite
Select Movie What you need to see next
আপনি যদি নেটফ্লিক্স এ ঘুরতেই থাকেন,দেখার মতো কিছু খুজে না পান।তাহলে এই ওয়েবসাইটটি আপনার মুভি সার্চ এ অনেক সহযোগিতা করবে। ডাইরেক্টর, আক্টোর অথবা যেকোনো কিওয়ার্ড এ জনপ্রিয় মুভি গুলো খুজতে পারবেন।
ওয়েবসাইট লিংক- NETFLIX ROULETT
Fixed Video Buffering
কোনো মুভির আসল আকশন মোমেন্টে এসে আটকে গেলে মুভি দেখার মুডই একদম চলে যায় এবং অনেক বিরক্ত লাগে। এটার জন্য কম্পিউটার এ কিছু ব্যবস্থা নিতে পারেন।
ব্রাউজার এ এই কী গুলো চাপুন-
hold down Shift+Opt (Shift+Alt for Windows) এবং বাপে ক্লিক করুন তাহলেই “hidden” মেনু পাবেন।
যেখানে বিভিন্ন রকম স্ট্রিমিং সেটিংস করতে পারবেন।
ক্রোম এর জন্য Ctrl+Shift+Alt/Opt+S চাপুন এবং মেনু থেকে সেটিংস করুন।
Computer Shortcut
?ফুল স্কিন এর জন্য- F
?পুজ করার জন্য- PgDn
আবার প্লে করার জন্য -PgUp অথবা Spacebar
?জোরে টানার জন্য- Shift + Right Arrow
?মিউট করার জন্য- M
See Movie with long distance relations
আপনার ফ্রেন্ড অথবা যার সাথে নিয়মিত মুভি দেখে থাকেন
সে এখন দূরে অবস্থান করলে এই সফটওয়্যারটি ইউজ করতে পারবেন। এটি মোবাইল এবং কম্পিউটার উভয়েরই জন্য। লাইভ চ্যাট সহ আরো অনেক ফিউচার আছে এখানে। আপনারা দূরে রয়েছেন কি নাহ বুঝতেই দিবে নাহ এটি।
সফটওয়্যার ওয়েবসাইট – Kast
ধন্যবাদ আশা করি, ট্রিকগুলো আপনাদের সহযোগীতা করবে।
আর কারো নেটফ্লিক্স না থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।খুবই অল্প দামে পাবেন।
আমার টেলিগ্রাম আইডি-
Bokul
আপনাদের ঈদ ভালো কাটুক, এই আশা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি
আল্লাহ হাফেজ।