Site icon Trickbd.com

[HOT] টেলিগ্রাম গ্রুপে আনলিমিটেড মেম্বার এডড করুন ? ! যেকোনো পাবলিক গ্রুপের মেম্বার আপনার গ্রুপে এডড করে ফেলুন সহযেই? {BTG} ?

Unnamed

আজ আমি দেখাবো কিভাবে আপনারা Termux অ্যাপের সাহায্যে আপনার যেকোনো পাবলিক টেলিগ্রাম গ্রুপে আনলিমিটেড মেম্বার এডড করবেন । এই টুলসের মাধ্যমে আপনারা যেকোনো পাবলিক গ্রুপ থেকে সকল মেম্বার Scrap করতে পারবেন । পাশাপাশি সকল মেম্বারগুলোকে এক ক্লিকে আপনার গ্রুপে এডড করে ফেলতে পারবেন ?

যারা ইতিমধ্যে এটা জানেন তারা পোষ্ট ইগনোর করুন ??

✌——————————————————————————-✌

জেনে রাখা জরুরি
টেলিগ্রামের শর্ত অনুযায়ী একটি একাউন্ট থেকে একটি গ্রুপে ২০০ মেম্বার এডড করতে পারবেন।
প্রতি ক্লিকে 50+ মেম্বার অ্যাড করতে চাইলে আপনার Error শো করতে পারে।
যেকোনো পাবলিক টেলিগ্রাম গ্রুপ থেকেই মেম্বার Scrap করতে পারবেন। [ পাবলিক গ্রুপ ]
যে গ্রুপে মেম্বার অ্যাড করবেন সেই গ্রুপে অবশ্যই আপনাকে এডমিন হতে হবে। পাশাপাশি গ্রুপটি পাবলিকও হতে হবে। [ এডমিন + পাবলিক ]
বোট রানিং থাকা অবস্থায় টার্মুক্স অ্যাপটি রিসেন্ট ম্যানু থেকে ক্লিয়ার করা যাবেনা।

প্রথমেই TERMUX অ্যাপটি ইনস্টল করে নিন

???️

## সবার প্রথমেই টার্মুক্স অ্যাপে ডুকে অ্যাপটিকে স্টোরেজ পার্মিশন দিয়ে দিতে হবে। সেজন্য টাইপ করুন,

## তারপর নিচের কমান্ড গুলো টাইপ করুন

## তারপর,

## তারপর টুলসটির লগিন এপ্রুভাল কোড এবং লাইসেন্স কি দিতে হবে।

★ LOGIN APPROVAL CODE :

★LICENSE KEY :

LOGIN করতে কোনো প্রকার সমস্যা হলে ফেসবুকে যোগাযোগ করুন।

## লগিন হয়ে যাবার পর ম্যানু পেয়ে যাবেন। ম্যানু চলে আসলে আপনারা প্রথমেই API SETUP করে নিবেন। ?


## API সেটআপ করার জন্য প্রথমে আপনারা [ my.telegram.org ] সাইটে চলে যান। তারপর আপনার টেলিগ্রাম একাউন্টের নাম্বার দিয়ে লগিন করুন। নাম্বার দিয়ার পর আপনার টেলিগ্রামে OTP কোড যাবে। সেটা কপি করে এখানে বসিয়ে দিন।


## লগিন করার পর API DEVELOPMENT TOOL অপশনে ক্লিক করুন।

## তারপর আপনার ইচ্ছা মতো তথ্য দিয়ে ফিলআপ করে API ID জেনারেট করে নিন। API ID & HASH ID জেনারেট হয়ে গেলে সেটা কপি করে নোটপ্যাডে সেব করে রাখুন।

## এখন আবার আপনারা টার্মুক্সের টুলসটি অপেন করুন। এবং API SETUP অপশনে চলে যান। এবং আপনার API ID, HASH ID, MOBILE NUMBER দিয়ে আপনার একাউন্ট সেটআপ করে নিন।

## তারপর ব্যাকে আসুন এবং COPY MEMBERS ID সিলেক্ট করুন। তারপর আবার আপনার ফোনে একটা OTP কোড যাবে সেটা বসিয়ে দিন ?


## তারপর আপনার সকল পাবলিক গ্রুপ গুলো শো করবে। কিছু কিছু গ্রুপ শো নাও করতে পারে। সো যে গ্রুপ থেকে মেম্বার স্ক্রেপ/কপি করতে চান সেই গ্রুপ সিলেক্ট করে দিন। সাথেসাথে সকল মেম্বার কপি হয়ে যাবে।

## মেম্বার কপি/স্ক্রেপ হবার পর আবার ব্যাকে আসুন ইন্টার প্রেস করে। তারপর ADD MEMBERS সিলেক্ট করুন। তারপর আবার আপনি যেসব পাবলিক গ্রুপে এডমিন আছেন সেইসব গ্রুপ লিষ্ট শো করবে। তারপর যে গ্রুপে মেম্বার এডড করবেন সেটা সিলেক্ট করুন। মেম্বার এডড শুরু হয়ে যাবে। ?

## মেম্বার এডড হলো কিনা প্রুভ ?

ERROR PROBLEMS

## টুলসে অনেকেই error সমস্যার সম্মুখীন হতে পারেন। সো এটা সমাধান করার জন্য আপনাকে যাস্ট সিম্পলি config & session ফাইল দুটো রিমুব করে দিতে হবে প্রতিবার। আপনারা টুলসের মধ্যে SOLVED ERROR নামক অপশন থেকে এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। তারপরেও আমি নিচে বলে দিচ্ছি ?

## দুইবার error সমস্যার সম্মুখীন হবার সম্ভাবনা থাকে। যখন মেম্বার কপি করবেন তখন অথবা যখন মেম্বার এডড করবেন তখন। বাট সবার ফোনে ইরর শো করবেনা।

##  যখনি ERROR শো করবে যাস্ট নিচের দুটো কমান্ড টাইপ করে আবার নতুন করে আপনার একাউন্ট সেটআপ করে নিবেন ?

## যখনি ইরর শো করবে তখনি নিচের স্কিন শর্টের মতো যতো. session ফাইল থাকবে সবগুলো ফাইল উপরের মতো কমান্ড টাইপ করে রিমুব করে দিবেন। ?


# নোট : আবারো বলছি , আপনি যে গ্রুপে মেম্বার এডড করবেন সেই গ্রুপটি পাবলিক + আপনাকে এডমিন থাকতে হবে গ্রুপে ? আর যে গ্রুপ থেকে মেম্বার কপি করবেন সেই গ্রুপটি অবশ্যই পাবলিক থাকা লাগবে

টুলস ব্যবহার করতে কোনো প্রকার সমস্যা জনিত কারন ছাড়া অন্য কোনো Others টপিক নিয়ে কমেন্ট করা থেকে বিরত থাকবেন। ?

তো এই ছিলো আজকের পোষ্ট। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ট্রিকবিডির সাথেই থাকুন,?

যেকোনো সহযোগিতা পেতে

টুলস সম্পর্কে কোনো প্রকার সাজেশন দিয়ার থাকলে বা আরো নিত্য নতুন টুলসের আপডেট জানতে আমাদের গ্রুপে জয়েন হোন ??
??


VIDEO TUTORIAL


যেকোনো সমস্যা হলে গ্ৰুপে পোস্ট করলে অথবা পেজে মেসেজ দিলে সমাধান পেয়ে যাবেন ??♥️??

আমার সাথে যোগাযোগ করার জন্য,