Site icon Trickbd.com

খুব সহজেই ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট খুলে নিন মাত্র কয়েক মিনটেই !!

সবাইকে শুভেচ্ছা ! চলুন দেখে নিই কিভাবে ঘরে বসেই নিজের ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন Cellfin অ্যাপস দিয়ে ।

যা যা লাগবে :
*নমীনির ছবি
*নমীনির ভোটার আইডি কার্ড

(ছবি দুটি তুলে রাখবেন আগে থেকে)

[নমীনি হলো আপনার নির্বাচিত ব্যাক্তি যে আপনার অবর্তমানে আপনার একাউন্ট এর মালিকানা দাবি করতে পারবে]

প্রথমে Cellfin অ্যাপস টি ওপেন করুন । যারা এখনো registration করেননি তারা এখন থেকে দেখে নিন । Registration খুব সহজে ।অ্যাপ ডাউনলােড করুন। জাতীয় পরিচয় পত্রের ছবি তুলুন, তারপর আপনার একটা সেলফি -ব্যাস হয়ে গেলাে আপনার একাউন্ট। সবাই পারবেন ।

Lets Start !!

প্রথমে অ্যাপস টি ওপেন করে Open A/C তে চাপুন।

প্রথমে অ্যাপস টি ওপেন করে Open A/C তে চাপুন।

 

তারপর পিন dea submit করুন।

পিতার নাম , মাতার নাম , আয়, পেশা , ঠিকানা পূরণ করে Next এ ক্লিক করুন

 

তারপর Confirm করুন

যেকোনো একটি অ্যাকাউন্ট এর ধরন বেছে নিন ।
(মুদারাবা সেভিংস অ্যাকাউন্ট) করে দেখানো হলো

1

2

তারপর আপনার নমিনীর তথ্য দিন

নমিনীর তথ্য দিন

নমিনীর আইডি কার্ডের ফটো এবং তার ফটো সিলেক্ট করে next চাপুন

Details দেখে confirm চাপুন

ব্যাস আপনার ব্যাংক হিসাব রেডী !
Account টি এখন চালু । টাকা deposit সহ সকল লেনদেন করতে পারবেন ।

আর হ্যাঁ , স্টুডেন্ট একাউন্ট করলে ভালো হবে , কোনো চার্জ নেই , ফ্রী ডেবিট কার্ড ও পাবেন , আর কার্ড এর জন্যেও কোনো প্রকার ফী নেই !! ??

আজ এ পর্যন্তই । সকলে ভালো থাকবেন , ট্রিকবিডির সাথেই থাকবেন । ধন্যবাদ

ফেসবুকে আমি :