YouTube Channell Subscribe Intro
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভাল আছেন আপনাদের অশেষ মেহেরবানীতে আমিও অনেক ভালো আছি।
আমার মত এইখানে অনেকেই রয়েছেন যারা কিনা ইউটিউবে নতুন চ্যানেল খুলেছেন।
কিন্তু ভিডিওর মাঝখানে আমরা গ্রিন স্কিন এর সাবস্ক্রাইব
বাটন লাগায়। আজকের এই পোস্ট এ আপনাদেরকে
দেখাবো, কিভাবে আপনারা কাইনমাস্টার ভিডিও এডিটিং
অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে খুব সহজেই প্রফেশনাল
লুকিং একটি সাবস্ক্রাইব ইন্ট্রো বানাবেন। এটা খুবই সহজ
এবং দেখতে অনেকটাই ভালো। সর্বপ্রথম যা করতে হবে প্লে-
স্টোর থেকে কাইনমাস্টার ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশনটি
ডাউনলোড করে নেবেন। তারপর আপনি এপটি ওপেন
করবেন যে ভিডিওর মাঝখানে আপনি সাবস্ক্রাইব বাটনটি
অ্যাড করতে চান সেই ভিডিওর প্রজেক্টে ওপেন করে নিবেন।
তারপর ভিডিওর মাঝখানে যেখানে পপ-আপ দিতে চান সেখান থেকে সিলেক্ট করে কাট বাটনে গিয়ে আপনাকে স্পীদ আউট এটাকে সিলেট করে দিতে হবে
তারপর এখান থেকে গ্রাফিক্স অপশন দেখতে পাবেন
গ্রাফিক্স অপশনে গিয়ে সবার নিচের দিকে একটি সোশ্যাল লাইক নামে অপশন দেখতে পারবেন
সেই গ্রাফিক্স থেকে সিলেক্ট করে আপনি যেরকম সাবস্ক্রাইব পেতে চান সেটি ক্লিক করে দিবেন। এখানে ইউটিউবে সাবস্ক্রাইব বাটন, এবং ফেসবুকের লাইক বাটন রয়েছে আপনি আপনার মন মত যেটা খুশি সেটা এখানে ব্যবহার করতে পারেন।
এটা ব্যবহারের ফলে আপনার ভিডিওর কোয়ালিটি এবং দেখার যে সৌন্দর্যতা রয়েছে সেটা অনেকটাই বেড়ে যাবে এভাবে আপনি আপনার ভিডিওর কোয়ালিটি বাড়িয়ে নিতে পারেন।
সোসিয়াল লাইক এপিকে ডাউনলোড করার জন্য আপনাকে কাইনমাস্টার ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশনের প্রিমিয়াম স্টোরে চলে যাবেন
তারপর এখান থেকে সবার নিচের দিকে গ্রাফিক্স অপশন দেখতে পারবেন
তারপর
কথা হবে পরবর্তী নেক্সট পোস্টে সে পর্যন্ত সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।
ধন্যবাদ…..
আমি জাহিদুল ইসলাম
etai valo lagche dekhte,simple
Phone Walton primo Hm5
Android 10 version ar
Leyer jano support kory