আসসালামুয়ালাইকুম, আমার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই । অনেকে আমার কাছে মেইল করেছেন যে কিভাবে কার্ডটি তে অ্যাড মানি করব । আগের দুই পোস্টে দেখিয়েছিলাম কিভাবে সেলফিন অ্যাপস দিয়ে ফ্রি ভিসা কার্ড নিবেন এবং ঘরে বসে কিভাবে ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন ।পোস্ট দুইটি না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখে নিতে পারেন ।
#কিভাবে সেলফিন অ্যাপ থেকে নিজের একটি ভিসা কার্ড পাবেন একদম ফ্রি তে
#কিভাবে ঘরে বসে একটি ইসলামী ব্যাংকে একাউন্ট খুলতে পারবেন ।
আজকে দেখাব কিভাবে সেলফিন এর কার্ডে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা অ্যাড করবেন ।
প্রথমেই সেলফিন অ্যাপস টি ওপেন করুন এবং লগইন করুন
১. অ্যাড মানি তে ক্লিক করুন
# তারপর ব্যাংক একাউন্ট সিলেক্ট করুন । চাইলে আপনার ডেবিট অথবা ক্রেডিট কার্ড থেকেও অ্যাড মানি করতে পারেন
# তারপর আপনার ব্যাংক অ্যাকাউন্ট বেছে নিন ।
# তারপর আপনার কাঙ্খিত এমাউন্ট বসিয়ে এবং পিন দিয়ে Submit করুন ।
# সব ডিটেলস ভালোভাবে দেখে কনফার্ম করুন ।
# ব্যাস এখন আপনার অ্যাড মানি কমপ্লিট । এবং এতে কোনো চার্জ নেই
ব্যালেন্স এ ক্লিক করে আপনার কার্ডের ব্যালেন্স দেখতে পারবেন ।
তো আজ এ পর্যন্তই , সবাই ভালো থাকবেন । আর কোন ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে জানাবেন যাতে এরপর থেকে আরও নিখুঁত ভাবে আরো ভালো পোস্ট উপহার দিতে পারি । কমেন্ট অবশ্যই আপনার মতামত জানাবেন। এর পরের পোস্ট কোন বিষয়ের উপর চান আপনার মতামত ও পরামর্শ জানাবেন কমেন্টে ।
গত পোস্ট এর জন্য আপনারা অনেকেই আমার কাছে মেইল করেছেন । অনেকের মেইলের রিপ্লাই ঠিকমতো দিতে পারেনি তার জন্য আমি দুঃখিত । একই সমস্যার সমাধান বারবার করে অনেকের কাছেই দিতে হয়েছে । তাই এবার থেকে নিচের গ্রুপে আপনার সমস্যা স্ক্রিনশটসহ পোস্ট করবেন । তাহলে খুব দ্রুতই সমাধান দিতে পারব এবং অন্যরা উপকৃত হবে ফলে আর বারবার করে সবাইকে এক বিষয় নিয়ে বলা লাগবে না ।
গ্রুপের লিংক নিচে দেওয়া আছে
ট্রিকবিডি সাথেই থাকুন ।
Md. Rahat