Site icon Trickbd.com

ছোট্ট একটি সেটিংস এর মাধ্যমে আপনি আপনার ফোনের স্পিড বাড়িয়ে নিন। ফোন কাজ করবে এখন রকেটের গতিতে। How To Boost Your Mobile phone

ছোট্ট একটি সেটিংস এর মাধ্যমে আপনি আপনার ফোনের স্পিড বাড়িয়ে নিন।ফোন কোন কাজ করবে এখন রকেটের গতিতে।

 
  কিছু      কথা

আচ্ছালামুয়ালাইকুম

যাদের আজকের এই পোষ্টের উপর আগে থেকেই ধারণা রয়েছে তারা এই পোস্টটিকে ইগনোর করতে পারেন। 

সবাই কেমন আছেন.?  আশা করি ভাল…. ট্রিকবিডির মেম্বার সবসময়ই ভালই থাকে। 

সর্বপ্রথম আমি একজন মুসলিম আর প্রত্যেক মুসলমান একে অপরের ভাই ভাই, প্রতিটি পোস্ট সময় ব্যয় করে কস্ট করে নিজে হাতে লিখি। তাই পোস্ট এর ভিতরে ছোটখাটো ভুল হতেই পারে, তাই যদি পারেন ছোট ভাই মনে করে নিজগুণে ক্ষমা করে দিবেন। কোন প্রকার ভুল হলে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।তাৎক্ষণিকভাবে যদি পারি পোস্ট ঠিক করে আপডেট করে দিব। আর যদি তা না হয়,তাহলে পোস্ট ডিলিট করে দিব। তারপরও কমেন্টে আজে বাজে কিছু লিখবেন না। এবং রিপোর্ট করবেন না। এত কষ্ট করে পোস্ট বানাই অবশ্যই রিপোর্ট বা আজেবাজে কমেন্ট শোনার জন্য নয় …

আশা করি যা বুঝাতে চেয়েছি আপনি সেটি বুজতে পেরেছেন।

 

এই সেটিংস টি করলে আপনি যখন ফোনটি ব্যবহার করবেন। তখন আপনার কাছে মনে হবে আপনার ফোনটি যেন আগের থেকে অনেকটাই ফাস্ট কাজ করছে।

যদি এই বিষয়ে আপনি জেনে না থাকেন তাহলে অবশ্যই এই সেটিংস টি করে একবার হলেও দেখবেন। আশা করি ভালো লাগবে। আর হ্যাঁ যদি আপনি আমার এই পোস্টটি পড়ে এই সেটিংস টি করেন। তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এই সেটিংস টি করার পর আপনি আপনার ফোনের পারফরম্যান্স কি আগের থেকে ভালো পেয়েছেন কিনা….?

তো চলুন শুরু করা যাক সর্বপ্রথম আপনি আপনার সেটিংস এ চলে যাবেন।

তারপর সেটিংস এ গিয়ে আপনি আপনার ফোন থেকে (System )এবাউট(About) সেটিংস টা খুজে নেবেন।

এবার এবাউট এ গিয়ে দেখতে পারবেন নিচের দিকে ব্লিড নম্বর নামে একটি অপশন রয়েছে সেটিতে ক্লিক করবেন।

 

তারপর আপনার ফোনের ডেভলপার অপশন চালু হয়ে যাবে এবার বেরিয়ে এসে আপনার ফোনে সেটিংসে নিচের দিকে বা সিস্টেম সেটিং এর ভিতরে ডেভলপার নামে একটি অপশন দেখতে পাবেন।

এবার ডেভেলপার অপশন টি উপরের কোনার বাটনে ক্লিক করে অন করে নেবেন। তারপর নিচের দিকে স্কোল ডাউন করবেন।

এইখানে উইন্ডো এনিমেশন স্কেল নামে একটি টেক্সট দেখতে পারবেন এবং পরপর নিচে আরো দুইটি এরকম টেক্সট রয়েছে।
এখানে ক্লিক করবেন তারপর এখানে 1x করা আছে।

আপনি এই তিনটি অপশন জিরো পয়েন্ট ফাইভ ০.৫ করে দেবেন।

তারপর কাজ শেষ এবার ফোনটি ব্যবহার করে দেখুন আগের থেকে আপনার ফোনটি অনেকটাই ফাস্ট হয়ে গেছে।

আজকের পোস্ট এই পর্যন্তই।

কষ্ট করে এই পর্যন্ত পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। কথা হবে পরবর্তী নেক্সট পোস্টে।


আমি  জাহিদুল  আছি আপনাদের সাথে। যেকোন সমস্যায় যোগাযোগ করতে পারেন

Any Problem Contract To Me 
Facebook Id  Click Here
Email Id Click Here

এই মহামারি করুনার ভিতর সকলেই ভাল থাকুন সুস্থ থাকুন