Site icon Trickbd.com

রিব্রান্ড মোবাইল মার্কেটিং কি? রিব্যান্ড  করার কারন কি কি?

হ্যালো বন্ধুরা অনেকদিন পরে আবার মোবাইল নিয়ে পোস্ট করতেছি ৷

আজকের পোস্ট একটু ভিন্ন হলেও এটাই সত্য ৷ বেশি বললে বেশি লিখতে হবে, বেশি লেখলে বেশি পড়তে হবে ৷ অতএব কথা নাা বারিয়ে কাজের কাজ টা আগে করি ৷

মুল আলোচনাঃ

রিব্রান্ড মোবাইল মার্কেটিং কি?

রিব্রান্ড বর্তমান মোবাইল মার্কেটিং এর একটা নতুন ট্রেন্ড ।

মূলত শাওমি এবং রিয়েলমি এই কাজটি বেশি করে থাকে।

রিব্রান্ড ফোন বলতে একই স্পেসিফিকেশনের ফোনকে ভিন্ন দেশে ভিন্ন নামে লঞ্চ করাকে বুঝায়।

যেমন, অ্যাপলের আইফোন ১১ সারা বিশ্বে ফোন একটাই নামও একটাই।

এবার নিচের ছবি দুটি লক্ষ করুন,??

১.

২.

কি বুঝলেন?

 

প্রথম ফোনটি Redmi k30

আর দ্বিতীয়টি poco x2!

 

আসলে এখানে ফোন একটাই আর সেটা হলো Redmi K30।সারা পৃথিবীতে এটা K30 হলেও ইন্ডিয়ায় এসে এর নাম হয়ে গেলো Poco x2।

 

তাই Poco X2 হলো ইন্ডিয়াতে Redmi K30 এর রিব্রান্ড।

রিব্যান্ড  করার কারন কি?

কারন হচ্ছে আমাদের আবেগ।এই আবেগই কোম্পানিগুলোর মার্কেটিং এর হাতিয়ার।

শাওমির Pocophone F1 তার সময়ে বিশাল হাইপ তৈরি করতে সক্ষম হয়।ঐসময়ের Poco ইউজারদের মনে Poco ব্রান্ডের প্রতি ভালোবাসা তৈরি হয়।তাদেরকে যদি এখন রেডমির ফোন দেন তারা নিবে না।আবার নতুন একটা মডেল বানানো মানে এর ডিজাইনে একটা আলাদা খরচ।

তাই শাওমি Redmi কে পোকো নাম দিয়েই তাদের খাইয়ে দিচ্ছে আবার Redmi লাভাররা রেডমিও পাচ্ছে।

একই কাজ রিয়েলমিও করছে। তারা তাদের Narzo ব্রান্ডকে বাংলাদেশে C ব্রান্ডিং এ রিব্রান্ড করছে।
যদি পোস্টটি ভালো লাগে তাহলে আমার সাইটটি ঘুরে দেখুন একবার ☞ hmvai.com

?পোস্টি যদি ভালো লেগে থাকে তাহলে ?”ট্রিকবিডি” বেশি বেশি ভিজিট করুন এবং share করুন আপনার ?বন্ধুদের কাছে ৷

Exit mobile version