Site icon Trickbd.com

যেকোনো অডিও ফাইল অথবা গানকে 8D সাউন্ড এ কনভার্ট করুন কাইনমাস্টার ভিডিও এডিটিং এপ্লিকেশন দিয়ে

যেকোনো অডিও ফাইল অথবা গানকে 8D সাউন্ড এ কনভার্ট করুন কাইনমাস্টার ভিডিও এডিটিং এপ্লিকেশন দিয়ে

 
  কিছু কথা

আচ্ছালামুয়ালাইকুম

যাদের আজকের এই পোষ্টের উপর আগে থেকেই ধারণা রয়েছে তারা এই পোস্টটিকে ইগনোর করতে পারেন। 

সবাই কেমন আছেন.?  আশা করি ভাল…. ট্রিকবিডির মেম্বার সবসময়ই ভালই থাকে। 

সর্বপ্রথম আমি একজন মুসলিম আর প্রত্যেক মুসলমান একে অপরের ভাই ভাই, প্রতিটি পোস্ট সময় ব্যয় করে কস্ট করে নিজে হাতে লিখি। তাই পোস্ট এর ভিতরে ছোটখাটো ভুল হতেই পারে, তাই যদি পারেন ছোট ভাই মনে করে নিজগুণে ক্ষমা করে দিবেন। কোন প্রকার ভুল হলে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।তাৎক্ষণিকভাবে যদি পারি পোস্ট ঠিক করে আপডেট করে দিব। আর যদি তা না হয়,তাহলে পোস্ট ডিলিট করে দিব। তারপরও কমেন্টে আজে বাজে কিছু লিখবেন না। এবং রিপোর্ট করবেন না। এত কষ্ট করে পোস্ট বানাই অবশ্যই রিপোর্ট বা আজেবাজে কমেন্ট শোনার জন্য নয় …

আশা করি যা বুঝাতে চেয়েছি আপনি সেটি বুজতে পেরেছেন।

আসসালামু আলাইকুম আজকের এই পোস্টে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা যেকেনো অডিও ফাইলকে 8D  সাউন্ড এ রূপান্তর করতে পারবেন ।

যদিও সাউন্ড কোয়ালিটি আপনি আপনার অডিও ফাইলের অনুযায়ী পাবেন ,তারপরও আজকের এই পোস্ট দেখে যদি কাজ করেন তাহলে আপনি 8D অডিও সাউন্ড এর মত মজা নিতে পারবেন ।হেডফোন লাগিয়ে যদি শুনেন তাহলে বুঝতেই পারবেন না আপনি এটা নরমাল কোন অডিও শুনছেন।

মনে হবে কোন 8D  ,গান  আপনি শুনছেন। তো চলুন আর দেরি না করে সরাসরি পোস্টের মূল বিষয় চলে যাই।

প্রথমে আপনি আপনার কাইনমাস্টার ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন।

তারপর নতুন একটি প্রজেক্ট ফাইল খুলে নেবেন ।

তারপর মিডিয়াতে গিয়ে আপনি যেকোনো একটি ব্যাকগ্রাউন্ড দিবেন।

আমি এখানে একটা ভিডিও ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ফটো ব্যাকগ্রাউন্ড দিতে পারেন কোন সমস্যা নেই ।

এখানে আমাদের মোটামুটি কাজ শেষ এখন আমরা কি করবো এবং এখান থেকে যে অডিও ফাইল টা 8D তে  রূপান্তর করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন তারপর সেই একই গান আপনি  ২ বার নিয়ে নেবেন।

তারপর নিচের লিংক থেকে প্রথম অডিও গানটি ধরে আপনি উপরে দেখতে পাচ্ছেন মাইক একটি বাটন রয়েছে সেই বাটনে ক্লিক করে দিবেন

এখানে মাইক বাটনে ক্লিক করার পর আপনি এখান থেকে বলিয়ম বাটন যেটা রয়েছে সেটা আপনি 50% করে নেবেন। তারপর এখান থেকে কম্প্রেশ্বর নামে যে লেখাটি দেখতে পাচ্ছেন সেটা কি আপনি অন করে দিবেন ।এবং নিচে যে দুইটি লাইন রয়েছে এবং এখানে লেফট রাইট লেফট রাইট ।

এইখান থেকে আপনারা এই দুটো লাইন এই পে নিয়ে আসবেন তারপর ওকে করে দিবেন।

আবার দ্বিতীয়বারের মতো আমরা দ্বিতীয় নাম্বার যে অডিও গানটি রয়েছে নিচের লেয়ার সেখানে গানটি দিয়ে ধরে আবার সেই আগের মত মাইক অপশন এ ক্লিক করবো এবং এখান থেকেও কম্প্রেসার অন করে দেবো এবং ভলিউম পঞ্চাশে রাখবেন ।

তারপর এইখানে আপনি যে মাঝখানে যে দুটি লাইন দেখতে পাচ্ছেন প্রথমবার অডিও গানে লেফটে রেখেছিলাম এইবার এই গানটিতে আমরা রাইট রাখবো। তারপর ক্লিক করে দেব।

এবার প্রথম গানটি আমরা ধরে এই যে ইকুলাইজার লেখাটি দেখতে। পাচ্ছেন সেখানে ক্লিক করে দিবেন।

তারপর এইখান থেকে আমরা যে ভলিউম লেখাটির দেখছেন 200% এখানে আমরা প্রথমে একদম ০%  করে নেব ।তারপর ভিডিও 5 সেকেন্ড আমরা আগে যাব এটিকে 200% করে দেবো। তারপর আবার ৫ সেকেন্ড আগে যাব, আবার  একদম জিরো করে দেব আবার পাঁচ সেকেন্ড আগে যাব আবার 200% আবার পাঁচ সেকেন্ড আগে গিয়ে আবার জিরো করে দেব এভাবে আপনি পুরো গানটি সাজিয়ে নেবেন ।

এখানে আমরা প্রথম গানটি জিরু থেকে পাঁচ সেকেন্ড আগে গিয়ে আবার বাড়িয়ে দিয়েছিলাম আবার 5 সেকেন্ড আগে কে কমিয়ে দিয়েছিলাম ।

তো এখানে করব তার উল্টোটা সেকেন্ড গানটা যেটা রয়েছে সেটাকে সিলেট করে আমরা প্রথমে 200% করে নিব তারপর 5 সেকেন্ড আগে গিয়ে আবার জিরো পার্সেন্ট করে নেব। আবার পাঁচ সেকেন্ড আগে গিয়ে 200% করে নেব আবার পাঁচ সেকেন্ড আগে গিয়ে জিরো পার্সেন্ট করে নেব ।

এইভাবে পুরো গানটা আমরা সাজিয়ে নেবো

এবার তৈরি হয়ে গেছে আমাদের এইচডি অডিও গান ।

এভাবে আপনি আপনার যে কোন গানকে এইচডি সাউন্ড এ রূপান্তর করতে পারবেন।

কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিটিং এর ব্যাপারে ফটো দিয়ে বুঝানো সম্ভব নয় তারপরও কাইনমাস্টার একটি জনপ্রিয় এপ।এবং এটা অনেকেই বলতে গেলে সবাই এটি ব্যবহার করে ভিডিও এডিটিং এর জন্য।

যারা মোবাইল ব্যবহার করে কাইনমাস্টার ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন সম্পর্কে আইডিয়া রয়েছে ।আমি যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন ।তারপরও যদি কারও কোন জায়গায় বুঝতে সমস্যা হয় অবশ্যই নিচে  ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি সেখান থেকে ভিডিও দেখে আসতে পারেন।

ভিডিও লিঙ্ক Video Link

 

ইউটিউবে এটি আমার নতুন একটি চ্যানেল। সহৃদয়বান ভাই ও বোনেরা আশাকরি সকলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন??????????????????  এবং এই ছোট ভাইটির পাশে থাকবেন।

 

????আপনাদের প্রত্যেককেই দাওয়াত রইলো আমার চ্যানেলে।??

 

ধন্যবাদ পুরো পোস্টটি লাস্ট পর্যন্ত পড়ার জন্য কথা হবে পরবর্তী নেক্সট পোস্টে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

আসসালামু আলাইকুম

 

 


আমি  জাহিদুল  আছি আপনাদের সাথে। যেকোন সমস্যায় যোগাযোগ করতে পারেন

Any Problem Contract To Me 
Facebook Id  Click Here
Email Id Click Here

এই মহামারি করুনার ভিতর সকলেই ভাল থাকুন সুস্থ থাকুন