Site icon Trickbd.com

Samsun এর দুটি সেরা ফোন। Samsung GALAXY M51 vs GALAXY A71

Unnamed

GALAXY M51 vs GALAXY A71

আসসালামু আলাইকুম TrickBd পরিবার,
আজকের প্রশ্ন : Galaxy M51 কি বাংলাদেশে আসবে ? Galaxy M51 এবং Galaxy A71 এর মধ্যে কোনটি কিনে নেওয়া আমার জন্যে সবচেয়ে ভালো হবে ?

উত্তর: হ্যাঁ, Galaxy M51 বাংলাদেশে আসবে এবং Samsung Facebook Page এ এবিষয়ে একটি Teaser Video দেওয়া হয়েছে গতকাল M51 কে নিয়ে ।

তো Galaxy M51 এবং Galaxy A71 এর মধ্যে কোনটি ভালো ? চলুন, আমরা Logically হিসাব করে দেখাই।

১/ Samsung এর Facebook Page অনুযায়ী ,
Galaxy A71 এখন বাংলাদেশে Snapdragon 730G Processor ( I repeat, Snapdragon 730G Processor), 8GB/128GB Variant পাওয়া যাচ্ছে এবং এটার Antutu Benchmark V8 Score = 273000+
অপরদিকে, Galaxy M51 পাওয়া যাবে খুব সম্ভবত 8GB/128GB & Snapdragon 730G Processor Variant এ ।

২/ Galaxy A71 & Galaxy M51 একই Camera Specification নিয়ে আসছে । ……….কিন্তু……… Galaxy M51 এর ক্যামেরা সেন্সর এর প্রস্তুতকারক হলো SONY Sensors . Galaxy A71 & Galaxy M51 এর ক্যামেরা ছবি তুলার ব্যাপারে প্রায় একই। কিন্তু, Video তোলার দিক থেকে M51 এর ক্যামেরা কিছুটা ভালো । (Depends on your preference)

৩/ Galaxy A71 এ পাচ্ছেন 4500mAh ব্যাটারী যা থেকে আপনি সাধারণ ব্যবহারে ১ দিনের বেশি চালিয়ে নিতে পারবেন এবং Heavy User হলে 12 hours Back-up পাবেন।

Galaxy M51 এ পাচ্ছেন 7000mAh ব্যাটারী যা আপনি সাধারণ ব্যবহারকারী হলে প্রায় ২ দিন অনায়াসে চালিয়ে নিতে পারবেন, কিন্তু Heavy User হলেও সমস্যা নেই। প্রায় ১ দিন / ১৬ ঘণ্টার বেশি আশা করা যায় ফোনটি এক চার্জে ব্যবহার করতে পারবেন।

৪/ Galaxy A71 এ রয়েছে In-Display Fingerprint Sensor আর
Galaxy M51 এ রয়েছে Side Mounted Finger Print Sensor . (Power Button এ Fingerprint দিতে হয় M51 এ)

_______________ এতোক্ষণে আপনি ভাবছেন হয়তো, বাহ্ ! আমিতো M51 ই কিনে ফেলবো।_________না________একটু দাড়িয়ে যান_____নিচে উল্লিখিত ৪টি বিষয় আগে ভেবে দেখুন !

১/ Galaxy A71 ফোনটি Samsung এর 3 Years of Major Update সুবিধাটি পাবে যা Galaxy M51 পাচ্ছে না ।

২/ Galaxy A71 এর Build Quality ভালো M51 এর তুলনায় অর্থাৎ , M51 এর পিছনে A71 এর থেকে বেশি দ্রুত Scratch পড়ে যদি আপনি এর সুরক্ষার ব্যবস্থার জন্যে Protective Cover ব্যবহার না করেন ( বিভিন্ন YouTuber গণ একমত এ বিষয়ে | Reference : Tech With Usama | YouTube Channel )।

৩/ Galaxy A71 এ Knox Security রয়েছে অর্থাৎ আপনার তথ্য অধিক সুরক্ষিত থাকবে এর ব্যবহারে। M51 এ Knox Security থাকছে না । ( এটা Hardware Based Feature)

৪/ Galaxy A71 এ One UI (Flagship) ভার্সন চলছে কিন্তু Galaxy M51 এ One UI CORE চলছে।

অতএব,

Final Result

আপনি যদি ভালো Build Quality | বেশি Security | 3 Years of update চান, তবে Galaxy A71 কিনে নিন।(মূল্য: Official 34,999 টাকা )

কিন্তু,

আপনি যদি চান যে আপনার ফোনে অনেক বেশি Charge থাকতে হবে, তাহলে M51 কিনে ফেলুন।