Site icon Trickbd.com

[Telegram Bot] খুব সহজেই যেকোন টরেন্ট(Torrent) ফাইল অথবা ম্যাগনেট লিংক থেকে ডাইরেক্ট ডাউনলোড লিংক জেনারেট করুন। ডাউনলোড করুন IDM সহ যেকোন ব্রাউজার দিয়ে। ?

আসসালামু আলাইকুম।

সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন। 

বরাবরের মতো আবারও হাজির হলাম আরও একটি নতুন টপিক নিয়ে। আজকের টপিকে আমি আপনাদের দেখাব কীভাবে যেকোন টরেন্ট(Torrent) ফাইল অথবা ম্যাগনেট লিংক(Magnet Link) থেকে ডাইরেক্ট ডাউনলোড লিংক জেনারেট করবেন এবং যেকোন ব্রাউজার অথবা IDM দিয়ে সেটি ডাউনলোড করবেন। আর ভিডিও ফাইল হলে সেটি ডাউনলোড না করেও দেখতে পারবেন।

এটি কার কতটুকু প্রয়োজনে আসবে সেই সম্পর্কে আমার কোন ধরনা নেই। আমার মনে হয় এটি একটি প্রয়োজনীয় এবং ইউনিক ট্রিক্স, তাই TrickBD.Com এ শেয়ার করা।

আর এই কাজটি করার জন্য আমরা একটি টেলিগ্রাম বট(Telegram Bot) ব্যাবহার করব। তাই অবশ্যই একটি টেলিগ্রাম একাউন্টের প্রয়োজন হবে। আর আপনি চাইলে অ্যাপ ইনস্টল করা ছাড়াও টেলিগ্রামের ওয়েব ভার্সন দিয়েও কাজটি করতে পারবেন। তো চলুন শুরু করা যাক…

প্রথমেই নিচের লিংক থেকে টেলিগ্রাম বটটি চালু করুন।

Telegram Bot: URL Uploader

এবার আমরা একটি ম্যাগনেট লিংকের ডাইরেক্ট ডাউনলোড লিংক জেনারেট করব। তো একদম নিচে ” Write a message…” এর জায়গায় ম্যাগনেট  লিংকটি পেস্ট করে সেন্ড করুন। 

এবার কিছুক্ষন অপেক্ষা করলেই ঔ ম্যাগনেট লিংকে থাকা ফাইলগুলোর ডাইরেক্ট ডাউনলোড লিংক পেয়ে যাবেন।

একই ভাবে যেকোন টরেন্ট ফাইল সেন্ড করলেও ঔ টরেন্ট ফাইলে থাকা ফাইলগুলোর ডাইরেক্ট ডাউনলোড লিংক পেয়ে যাবেন। সকলের বোঝার সুবিধার্থে নিচে স্ক্রিনশট দেওয়া হল।

আশাকরি আজকের টপিকটি আপনাদের কাছে ভাল লেগেছে। কোন অংশ না বুজে থাকলে অবশ্যই কমেন্ট করবেন।অথবা ফেসবুকে আমার সাথে যোগাযোগ করবেন। আর, ভাল কিছু পেতে পোস্টে কমেন্ট করে টিউনারদের উৎসাহিত করুন। Signing Out…

আল্লাহ্‌ হাফেজ।

-: Al Sayeed :-