Site icon Trickbd.com

এন্ড্রয়েড এর ব্যাটারি সম্পর্কে কিছু ধারনা নিয়ে নিন, ব্যাটারি ফুলবে না কখনো।

Unnamed

আসসালামু আলাইকুম

ও হিন্দু ভাইদের আদাব।
কেমন আছেন সবাই?
আশা করি সবাই ভাল আছেন।
আমি ও অনেক ভাল আছি।
এবার বিস্তারিত শুরু করলামঃ

বর্তমান আমরা ডিজিটাল যুগে সবাই স্মার্টফোন ব্যাবহার করি।

আমাদের ফোন সম্পর্কে অনেকের ধারনা ভিন্ন রকম।
যার কারনে অনেক সমস্যায় পড়তে হয় আমাদের।

আজ ব্যাটারি ফুলে যাওয়া নিয়ে কিছু বলব।
আমরা অসচেতনতার কারনে আমাদের হাতের স্মার্টফোন এর ব্যাটারি ফুলে ও ফেটে যায়।
আজ এমন কিছু আলোচনা করব যার কারনে স্মার্টফোন এর ব্যাটারি ফুলে যেতে পারে।

১/ সস্তার চার্যার ব্যাবহার/b]
আমরা অনেক সময় সস্তা চার্যার ব্যাবহার করি।
আসলে আমাদের বর্তমান এন্ড্রোয়েড ফোন গুলার ব্যাটারি এম্পিয়ার বেশি তাই সস্তা চার্যার গুলাতে এম্পিয়ার কম থাকে। তাই এর কারনে ব্যাটারি ফুলে যেতে পারে।

২/ [b]অতিরিক্ত গেম খেলা
আমাদের ফোন আমরা অনেক সময় গেম খেলি, গেম খেললে ফোনের অনেক ক্ষতি হয়।অনেকে চার্যে রেখে গেম খেলে এতে আরো অনেক বেশি ক্ষতি হয়৷ এজন্য ও আমাদের ব্যাটারি এর ড্যামেজ হয়ে ফুলে যেতে পারে।

৩/ রোদে অনেক সময় ফোন রাখা

অনেক সময় ফোন রোদে রেখে আসলে ফোনের ব্যাটারি ড্যামেজ হয়ে যেতে পারে। এবং ব্যাটারি গরম হয়ে ফুলে যেতে পারে। তাই বেশিক্ষন রোদে ফোন রাখবেন না।

৪/ব্যাটারি তৈরীর সময় ক্রুটি

এই ভুলটি ব্যবহারকারীর নেই।এটা যে কোম্পানি মোবাইল টি তৈরি করে কোম্পানির ভুল। লিথিয়াম আয়ন ব্যাটারীতে ঠিকভাবে পরীক্ষা না করে দেওয়ার কারনে ব্যাটারি ফুলে যেতে পারে।

আজ এ পযন্ত, মানুষ মাত্রই ভুল, আমার ভুল হলে সবাই ক্ষমার দৃস্টিতে দেখবেন।
আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলে ; Sk Shipon

Sk Shipon-অফিশিয়াল ফেসবুক পেজ

ধন্যবাদ