আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আমি SA.RIDOM আছি আপনাদের সাথে। আজকে আমি Sketchware দিয়ে চ্যাট অ্যাপ তৈরি করার পার্ট ২ বা লাস্ট পার্ট নিয়ে হাজির হয়েছি। যারা আগের পার্টটি দেখেন নি তারা একটু কস্ট করে দেখে নিন। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমি পার্ট ২ টা পোস্ট আকারে দেওয়ার চেস্টা করেছিলাম। কিন্তু সে চেস্টা বিফল হয়েছে। কারণ শুধু লিখে আর স্ক্রীনশট দিয়ে এত কিছু বুঝানো যায় না। যদি প্রসেসটা ছোট হত তাহলে আমি পোস্ট দিয়ে বুঝানোর চেস্টা করতাম। পোস্ট দিতে অনেক চেস্টা করেছি কিন্তু দেখলাম পোস্ট দিয়ে বোঝানো Impossible. তাই আমাকে ক্ষমা করবেন। আমি ভিডিও আকারে দিয়ে দিলাম। ভিডিওটাও অনেক বড় হয়েছে। আধাঘন্টার মতো। তো বুঝতেই পারছেন প্রসেস এত ইজি না। আর এখন সবাই পোস্ট এর চেয়ে ভিডিওতে বুঝে ভালো। তাই কোনো সমস্যা হবে না আশা করি। যদি সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট এ যানাবেন। আপনার সকল কমেন্টের উত্তর দেওয়ার চেস্টা করব। তো এবার নিচের ভিডিওটি দেখে নিন।
https://youtu.be/GJSwhIiQF2o
আর ভিডিওটি এখানে ভালো ভাবে না দেখতে পারলে আমার চ্যানেল থেকে ভিডিওটি দেখে আসুন। আমার ফোন এ আমি লক্ষ্য করেছি পোস্ট এ কোনো ভিডিও Embed করে দিলে ভালো মত দেখা যায় না। Admin বা Moderator কেউ পোস্টটি দেখে থাকলে দয়া করে এই সমস্যাটি ফিক্স করুন।
খোদা হাফেজ।
ok last a link deben but screenshot তো দেবেন
এভাবে পোষ্ট করবেন না
অনেক কষ্ট করে আপনার দেখে অ্যাপস বানিয়েছি।
আমার অ্যাপসে একটু সমস্যা হয়েছে
https://www.facebook.com/mdoliullah6600