কেমন আসেন সবাই?
আশা করি সবাই ভাল আছেন।
কারন, ট্রিকবিডির সাথে থাকলে নিত্য নতুন ট্রিক ও টিপস সম্পর্কে ধারনা পাওয়া যায়।
আজকে আপনাদের মাঝে আরেকটা গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব।
বর্তমান যুগ তথ্য ও প্রযুক্তির।
ফোন ছাড়া আমরা পুরাই অচল।
ছোট বড় আমরা প্রায় সবাই ফোন ব্যাবহার করি।
কিন্তু আমাদের সব চেয়ে বেশি যে সমস্যায় পড়তে হয় সেটা হলো স্মাটফোন এর চার্য নিয়ে।
এটি একটি বড় সমস্যা।
তবে আমাদের কিছু সচেতনতা ও কিছু ধারনা থাকলে আমাদের স্মাটফোন এর চার্য নিয়ে ভাবতে হতে হবে না।
আজকে স্মাটফোন এর চার্য ও ব্যাটারি ভাল রাখার উপায় আপনাদের মাঝে আলোচনা করব।
আগের মোবাইল ডিভাইস গুলোতে লিথিয়াম আয়ন ব্যাটারি থাকতো না,এজন্য অনেক কম চার্য ব্যাক আপ দিত।কিন্তু এখন প্রায় স্মাটফোন গুলোতে লিথিয়াম আয়ন ব্যাটারি সংযুক্ত থাকে ফলে একবার চার্য দিলে স্টান্ডবাই কয়েকদিন পযন্ত যেতে পারে। কিন্তু বয়স বৃদ্ধির সাথে সাথে এর কার্যক্ষমতা ও কমে যায়।
স্মাটফোন এর ব্যাটারি ভাল রাখার ও ভাল ব্যাকআপ পাওয়ার জন্য ২০% এর নিচে নামার আগেই স্মাটর্ফোন চার্যে লাগাতে হবে।
এবং ১০০% হলে ই বা তার আগে ই খুলতে হবে চার্য থেকে।
আমরা অনেকে মনে করি নতুন স্মাটফোন কিনে ৮ ঘন্টা বা ১০ ঘন্টা চার্য দিতে হবে।
আসলে বর্তমানে স্মাটফোন গুলোতে লিথিয়াম আয়ন ব্যাবহার করার ফলে এটি প্রযোজ্য নয়।
তাই নতুন ফোন কিনে ফুল চার্য হলেই খুলতে হবে চার্য থেকে।
আপনার স্মাটফোন এর প্রয়োজনীয় এপ্স, ব্লুটুথ, ওয়াইফাই, এ ধরনের অনেক সেটিংস যেগুলো আপনার দরকার নাই সে গুলো বন্ধ রাখুন এতে ব্যাটারি এর চার্য অনেক বেশি থাকবে ও দীর্ঘক্ষন ব্যাকআপ পাবেন।
স্মাটফোন এর ব্রাইটনেস এর বিষয় হলো সব সময় এক ব্রাইটনেস দিয়ে ব্যাবহার করবেন।
কখনো কমানো বাড়ানো করবেন না ব্রাইটনেস।
এতে চার্য ও ব্যাটারি ব্যাকআপ এর ক্ষতি হয়।
সব সময় চেস্টা করবেন কম ব্রাইটনেস দিয়ে ব্যাবহার করতে।
ইন্টারন্যাল স্টোরেজ ড্রাইভ খালি রাখুন।
এতে ফোন এর উপর চাপ কম পড়বে ফলে ফোনের ব্যাটারি ভাল ব্যাকআপ পাবেন।
পাওয়ার সেভিং মুড চালু রাখুন।
এতে ব্যাকআপ ভাল পাবেন।
অল্প সময়ের জন্য নেটওয়ার্ক নেই এমন এলাকায় গেলে ফ্লাইট মুড করে রাখুন এতে চার্য ব্যাকআপ ভাল পাবেন।
এবং দীর্ঘক্ষন ফোন চার্যে রাখবেন না এতে ব্যাটারির ব্যাকআপ হ্রাস পায় এবং কমে যায়।
বার বার ফোন চার্যে লাগাবেন না।
এদিকে খেয়ার রাখবেন।
আজ এ পযন্ত,
ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করি।
পরবর্তী ট্রিক এর জন্য অপেক্ষা করুন, আবারো ভাল কিছু নিয়ে হাজির হবো।
সে পযন্ত ভাল থাকুন,সুস্থ থাকুন।
আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon
ধন্যবাদ