এটি Telegram BoT Bangla সিরিজের ৩য় পোস্ট। এই পুরো সিরিজে আমরা টেলিগ্রামের বিভিন্ন BoT Review করবো এবং তাদের কাজ এবং সুবিধা-অসুবিধা সম্পর্কে জানব ?
আমরা ১ম পর্বে YouTube, ২য় পর্বে Facebook/Instagram থেকে ভিডিও ডাউনলোড করা শিখেছি। আর আজকে TikTok/Likee থেকে থেকে ভিডিও ডাউনলোড করা শিখব (watermark ছাড়া) ?
তাহলে দেরি না করে চলুন শুরু করি…
( ⚠️ যারা এখানে কমেন্ট করতে পারবেন না তারা Telegram এ যোগাযোগ করতে পারেন৷ এই সম্পর্কে বিস্তারিত পোস্টের নিচে পাবেন )
আজকের আলোচ্যে Telegram Bot এর নাম…
TT Save BoT
ব্যবহারঃ এই Telegram Bot দিয়ে যেকোন TikTok অথবা Likee ভিডিও খুব সহজেই watermark ছাড়া HD তে Download করতে পারবেন।
যদিও অনেক App দিয়েই এগুলো করা সম্ভব তবে সেই ক্ষেত্রে আরেকটা App install এর ঝামেলা.. ?
আর Online থেকে করলেও Ad পাবেন সেইরকম। তাই সবদিক থেকে চিন্তা করলে Telegram BoT ব্যবহারই সবচেয়ে বিচক্ষণ উপায় ?
তো চলুন এবার দেখে আসি Telegram BoT টি কিভাবে ব্যবহার করতে হয়…
1) প্রথমে এই @ttsavebot এ ক্লিক করুন / TT Save Bot লিখে সার্চ দিন Telegram এ
2) Bot টিকে /start করুন।
3) যে Video টি ডাউনলোড করতে চান তার লিংক কপি করুন। এর জন্য আপনাকে Share বাটনে ক্লিক করে লিংক কপি করতে হবে
4) লিংকটি এখানে পেস্ট করুন..
For Likee…
5) কিছুক্ষণ Processing হবে তারপরই ভিডিও পেয়ে যাবেন ?
6) সমাপ্তি ?
Pro Tips: Online থেকে লিংক কপি করার সময় share এ ক্লিক করে তারপর Copy Link দিবেন। Search Bar এর লিংকটা কপি করবেন না… ওইটা কাজ করে না ?
সুবিধা
১) BoT টি সুস্থ – সবল। সারাক্ষণ Active থাকে এবং Fast রিপ্লাই দেয়
২) TikTok এবং Likee দুইটাই ঠিকঠাক কাজ করে।
( ✅ Verified by Me )
৩) AD Free ❗ অনেকদিন ধরে ব্যবহার করছি এখনো কোন AD পাই নি ?
অসুবিধা
১) তেমন কোন Option নেই। বট টা একটাই কাজ পারে Just Video ⬇️ Download
২) হালকা রাশিয়ান ভাষার ছোঁয়া রয়েছে ?
৩) ভিডিও কোয়ালিটি সিলেক্ট করা যায় না। Direct HD তে Download হয়ে যায়।
এবার যেতে হবে তবে..
আজ চলে যাচ্ছি তবে যাচ্ছি না। আবারও নতুন কোন BoT নিয়ে হাজির হবো ?
ততদিন পর্যন্ত ভালো থাকবেন
আল্লাহ হাফেজ
⚠️ যেকোন প্রয়োজনে সরাসরি আমার সাথে যোগাযোগ করুন Telegram Channel এ (@mrasfi)। এছাড়া বিভিন্ন রকম Bot Trick Earning mod ইত্যাদি সম্পর্কে সবার আগে জানতে subscribe করে রাখুন আমার Telegram Channel ?