Site icon Trickbd.com

?-আপনি কি শাওমির ভক্ত তাহলে এই ট্রিকটি আপনার জন্য! আসল শাওমি ফোন চিনার সহজ উপায়

সবার পছন্দের একটি ব্রান্ডের নাম শাওমি ৷ শাওমি অল্পদিনে মার্কেটে এসেই সবার মন কেরেছে, কেরেছে আরো নজর ৷ যত নজর কেরেছে ততই আবার ভয়ও ধরিয়েছে সবার মনে ৷ এদানিং শতশত শাওমি ফোন ক্লোন বা নকল বেরিছে বাজারে ৷ অনেকেই বলছে, শাওমি ফোন নকল নয় তো?  তারা কি ফোন কিনে ধরা খেল!

কিনতু শাওমি কোম্পানি তাদের গ্রাহদের ভয়, চিন্তাভাবনা দুর করতে তৈরী করেছে অফিসিয়াল আসল শাওমি চিনবার উপায় ৷

তাহলে জানা যাক কি ভাবে চিনবো আমার শাওমি আসল !

আসল শাওমি ফোন চিনার অফিসিয়াল দুইটি পদ্ধতি:

? ১ম পদ্ধতি IMEI নাম্বার দিয়ে

 

?২য় পদ্ধতি সেকোরেটি কোড দিয়ে:

 

?প্রুভঃ একটি নকল IMEI নাম্বার দিয়ে ভেরিফাই করার রিজাল্ট! 

নোটঃ (যদি আপনার শাওমি ফোন অফিসিয়াল হয় তাহলে সেই IMEI নাম্বার ভেরিফাই হবে, আর যদি আনঅফিসিয়াল বা নকল হয় তাহলে উপরের ফটোর মতো আসবে )  

?অন্য পদ্ধতি

? Sms chack পদ্ধতি:

অথোরাইজড শাওমি ফোন যাচাই করুন !

আপনার ফোন থেকে Mi (Space) IMEI Number লিখে এসএমএস করুন 26969 নাম্বারে (চার্জ প্রযোজ্য)

ফিরতি এসএমএস এর তথ্যের মাধ্যমে পেয়ে যাবেন আপনার ফোনটি অথোরাইজড/অফিসিয়াল কি না।
IMEI নাম্বার বের করার নিয়ম: setting_About phone_status_IMEI information. অথবা *#06# ডায়াল করুন.

তাহলে বন্ধুরা কারো কোন মনে প্রশ্ন থাকলে কমেন্টস করে জানান ৷ 
আর পোস্টটি ভালো লাগে তাহলে আমার সাইটটি ঘুরে দেখুন একবার ☞ hmvai.com