আসসালামুআলাইকুম , ট্রিকবিডির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি । আজ দেখাব Thumbnail এর ছবির মত কিভাবে নিজের pic edit করবেন । তো চলুন শুরু করা যাক ।
প্রথমে কিছু পিকচার ডাউনলোড করতে হবে । নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন ।
=>তারপর Picsart App টি ওপেন করবেন । না থাকলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন ।
তারপর নিজের ছবি ওপেন করুন ।
ডাউনলোড করা ছবি গুলো থেকে কয়লার ছবি টি অ্যাড করে নিন এবং ডান পাশের অপশন থেকে Blend , তারপর darken সিলেক্ট করুন ।
& রাবার আইকন সিলেক্ট করে অপ্রয়োজনীয় অংশ মুছে ফেলুন ।
Then আবার add image থেকে লাভা ছবি টি সিলেক্ট করুন । এবং ডানপাশের ব্লেন্ড অপশন থেকে screen সিলেক্ট করুন । & রাবার আইকন সিলেক্ট করে অপ্রয়োজনীয় অংশ মুছে ফেলুন ।
ব্রাশ টুল থেকে অরেঞ্জ colour করুন ছবির মত । লেয়ার অপশন থেকে ব্লেন্ড করে নিন ।
Then নিজের সুবিধামত আগুনের ছবি গুলো সিলেক্ট করে পাশের ব্লেন্ড অপশন হতে screen সিলেক্ট করুন । প্রয়োজনমত মুছে নিন ।
তারপর আপনার ছবি টা সেভ করে নিন
আপনি যদি picsart app এ নতুন হয়ে থাকেন তাহলে ভিডিও টা দেখে নিন । আপনি যেহেতু এই পোস্ট পড়ছেন তাই বলা যায় আপনি ফটো এডিট এ একটু হলেও আগ্রহী । ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না । এডিটিং ভিডিও আরো আপলোড করা হবে । নিচের ভিডিওটি দেখতে অসুবিধা হলে এখান থেকে দেখে নিন ভিডিও লিংক
যেকোনো প্রয়োজনে জয়েন হতে পারেন আমাদের গ্রুপ এ