হ্যালো
কেমন আছেন সবাই।
1. hi2.in
2. telegmail.com
কাস্টম ডোমেইন ব্যবহারের ও সুবিধা আছে। [ চাইলে সেটা নিয়ে আরেকটা পোস্ট করতে পারি]

তাহলে শুরু করা যাক।
প্রথমে Start এ ক্লিক করতে হবে।
তার পর /generate কমান্ড দিতে হবে বা screenshot এ দেখানো জায়গায় ট্যাপ করতে হবে।
এবার নিচের ছবির মত আপনার র্যান্ডমলি জেনারেটেট মেইলের উপর ট্যাপ করে রাখতে হবে এবং তার পর কপি করে নিতে হবে। এখন আপনি এই মেইলটি ব্যবহার করতে পারবেন।
এখন দেখি মেইল টা কাজ করে কিনা। আমি আমার একটা মেইল থেকে একটা মেইল পাঠাচ্ছি ওই temp mail এ। মেইল পাঠালে বা কোন ভেরিফিকেশন মেইল আসলে সেটা বট দেখাবে। [নিচের ছবিতে]
এভাবে আপনি /generate কমান্ড দিয়ে আরো র্যান্ডম নেমের মেইল জেনারেট করতে পারবেন। আর /id কমান্ড দিয়ে সেগুলা দেখতে পারবেন।
? এখন আসি কাস্টম নেইমের temp mail বানানো নিয়ে।
/set কমান্ড দিলে নিচের ছবির মত একটা পেজ আসবে।
এখন এখানে উল্লেখিত ডোমেন সহ কাস্টম নেইম দিতে হবে। যেমন
yourcustomnanme@hi2.in
or
yourcustomname@telegmail.com

? কোন মেইল ডিলিট করতে চাইলে /id কমান্ড দিয়ে মেইলের পাশের /delete_xxxxxx কমান্ডে প্রেস করতে হবে।
ভূল ত্রুটি মাফ করবেন
Thank You?
I didn’t see the previous one. If you want I can remove this post.