হ্যালো ☺️
কেমন আছেন সবাই।

◽আজকে এমন একটি Telegram বটের সাথে পরিচয় করিয়ে দেব যার মাধ্যমে আপনারা আনলিমিটেড Temporary Email বানাতে পারবেন এবং সেগুলা বিভিন্ন ভেরিফিকেশনের কাজে ব্যবহার করতে পারবেন ◽এমনকি কাস্টম নাম ও ব্যবহার করতে পারবেন >◽ইমেইলের ডিফল্ট ডোমেইন হিসাবে পাচ্ছেন দুইটা ডোমেইন

1. hi2.in
2. telegmail.com

◽কাস্টম ডোমেইন ব্যবহারের ও সুবিধা আছে। [ চাইলে সেটা নিয়ে আরেকটা পোস্ট করতে পারি]

Telegram Download

Bot Link?

তাহলে শুরু করা যাক।
▪️প্রথমে Start এ ক্লিক করতে হবে।

▪️তার পর /generate কমান্ড দিতে হবে বা screenshot এ দেখানো জায়গায় ট্যাপ করতে হবে।

▪️এবার নিচের ছবির মত আপনার র‍্যান্ডমলি জেনারেটেট মেইলের উপর ট্যাপ করে রাখতে হবে এবং তার পর কপি করে নিতে হবে। এখন আপনি এই মেইলটি ব্যবহার করতে পারবেন।


▪️এখন দেখি মেইল টা কাজ করে কিনা। আমি আমার একটা মেইল থেকে একটা মেইল পাঠাচ্ছি ওই temp mail এ। মেইল পাঠালে বা কোন ভেরিফিকেশন মেইল আসলে সেটা বট দেখাবে। [নিচের ছবিতে]

▪️এভাবে আপনি /generate কমান্ড দিয়ে আরো র‍্যান্ডম নেমের মেইল জেনারেট করতে পারবেন। আর /id কমান্ড দিয়ে সেগুলা দেখতে পারবেন।

? এখন আসি কাস্টম নেইমের temp mail বানানো নিয়ে।
▪️/set কমান্ড দিলে নিচের ছবির মত একটা পেজ আসবে।

▪️এখন এখানে উল্লেখিত ডোমেন সহ কাস্টম নেইম দিতে হবে। যেমন
yourcustomnanme@hi2.in
or
yourcustomname@telegmail.com

Demo

? কোন মেইল ডিলিট করতে চাইলে /id কমান্ড দিয়ে মেইলের পাশের /delete_xxxxxx কমান্ডে প্রেস করতে হবে।

ভূল ত্রুটি মাফ করবেন
Thank You?

Contact Me in Telegram

8 thoughts on "[Must See] Unlimited Temporary Email জেনারেট করুন লাইফটাইমের জন্য Telegram এর মাধ্যমে। সাথে থাকছে কাস্টম নেম এর সুবিধা?"

    1. Avatar photo Abdul Kader Contributor Post Creator says:
      Sorry Brother ?
      I didn’t see the previous one. If you want I can remove this post.
  1. Avatar photo Rony Hasnat Contributor says:
    temp mail কি রিকোভার করা যায়?? আমার আইডিতে একটি temp mail এড করছি,এখন পার্স মনে নাই,আর temp mail ঐটা পাচ্ছিনা। রিকভার করবো কেমনে..??
  2. Avatar photo Sk Sakib al hasan Contributor says:
    unlimited Telegram account khula jabe amon kono trick ace?
    1. Avatar photo Error:// Contributor says:
      Recovery to kora jabe na but pass vule gelew new email add kora jabe?
    2. Avatar photo Abdul Kader Contributor Post Creator says:
      2nd line or textnow app use kore American number generate kore kora jai
  3. Avatar photo Error:// Contributor says:
    No needed! Oneke new ase tader jonno eta helpful hobe?
  4. Avatar photo PRINCE Contributor says:
    Telegram subscriber baranor trick chai

Leave a Reply