আপনাদের হয়ত জানা আছে শাওমি তে miui ১২.৫ রিলিজ এর তারিক দিয়েছে এবং খুব শীগ্রই অনেক ফোনে চলে আসবে। Q1(Jan-March)+Q2(April-June) এর মধ্যে যে ফোন গুলো এই আপডেট পাবে তার লিস্ট দিয়ে দেয়া হয়েছে। কিন্তু আপনি চাইলে সবার আগেই beta testing এ যুক্ত হয়ে আপনার ফোনে সবার আগে এই আপডেট পেতে পারেন। এটি beta testing তাই এতে অনেক বাঘ ভাল্লুক থাকতে পারে। বেটা testing এর রেজিস্ট্রেশন চলসে এবং তা শেষ হবে মার্চ এর ৩১ তারিক। তাই সবার আগেই রেজিস্ট্রেশন করে ফেলুন..
যে সকল ফোন miui ১২.৫ পাবে
এখানে আরও অনেক ফোন যুক্ত হবে এবং হয়েছে আমি সব লিস্ট দেইনি। আমি Poco x3 তে beta testing এর এপ্লাই করে দেখাব।
Beta Testing
তারপর আপনার ফোনে imei নাম্বারটি দিন, এটি *#06# ডায়াল করলেই দেখতে পাবেন এবং সিম ১ এর নাম্বারটি দিবেন।
এবার আপনার ফোনের মডেল সিলেক্ট করুন।
ফোনের বেরিয়েন্ট সিলেক্ট করুন তা ইন্ডিয়ান/ইউরোপিয়ান কোন রিজিয়ন।
সব কিছু সুন্দরভাবে ফিলাপ করুন এবং বেটা টেস্টিং এর রোল আউট শুরু হয়ে গেলেই সবার আগে আপনি এই আপডেট পেয়ে যাবেন। আমি যতদূর জানি এই বেটা থেকে পূর্বের ভার্সনে ফেরা যায় তবে এর জন্য ফোনের ডাটা সব হারাতে হয়।
আজকে এতটুকুই যদি কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট করুন। আপনার ডিভাইস এই আপডেট পাবে কিনা তা জানতে শাওমি এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন।
MY ADVERTISE
দরাজ ভাউচার বিক্রি করা হবে ১ হাজার টাকার। মিনিমাম শপিং ২ হাজার টাকা। ভাউচার টিতে গ্রসারি ছাড়া সকল কিছু কেন যাবে। এর মেয়াদ রয়েছে ১৫ দিন (March 23)। ভাউচারের ব্যাপারে কিছু জানতে চাইলে অথবা কিনতে চাইলে আমাকে টেলিগ্রামে নক দিন।
MY TELEGRAM LINK