আসসালামুআলাইকুম,ও হিন্দু ভাইদের জানাই আদাব। আশা করি সবাই অনেক ভাল আছেন। আজকে অসাধারণ একটি ট্রিক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। টাইটেল দেখে অনেকে বুঝে গেছেন, আজকে কোন বিষয় আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আজকের ট্রিক হলো, আপনার ফোনের নোটিফিকেশন স্ট্যাটাস প্যানেলকে আপনার ইচ্ছামত রঙ দিয়ে সাজিয়ে নিতে পারবেন। যে দেখবে সে ই তাকিয়ে থাকবে। আপনার ফোনকে দিন চমৎকার অন্যরকম লুক। আপনি একবার এরকম ভাবে ফোন ব্যাবহার করে দেখুন,আপনাদের অনেক ভাল লাগবে। আপনি আপনার মনের মতো বিভিন্ন রঙ পাবেন।এবং ইচ্ছামতো রঙ দিতে পারবেন। আপনি একবার এপ্সটি ব্যাবহার করলে বুঝতে পারবেন। কথা না বাড়িয়ে নিচের লিংক থেকে এপ্সটি ডাউনলোড করে নিনঃ

Download

তার পর এপ্সটি ওপেন করুন

তার পর নিচে একটু স্কল করে গিয়ে এখানে ক্লিক দিন

তার পর পারমিশন চাইলে দিয়ে দিন,
দিয়ে,এখানে ক্লিক করুন।

তার পর এখানে ক্লিক দিন

একটা এড আসবে, একটু অপেক্ষা করে কেটে দিন

তার পর যে কালারটা পছন্দ হবে ক্লিক দিয়ে কেটে দিন

দেখুন হয়ে গেছে, কত চমৎকার!

আশা করি ভাল লেগেছে।

টেকনিক্যাল বিষয়ে যাবতীয় ভিডিও ও সমাধান পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুনঃ

Youtube Channel

আজ এ পযন্ত,
ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করি।
পরবর্তী ট্রিক এর জন্য অপেক্ষা করুন, আবারো ভাল কিছু নিয়ে হাজির হবো।
সে পযন্ত ভাল থাকুন,সুস্থ থাকুন।

যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon

ধন্যবাদ

4 thoughts on "ফোনের নোটিফিকেশন স্ট্যাটাস প্যানেলকে ইচ্ছামতো রং দিয়ে সাজিয়ে নিন, যে দেখবে সে তাকিয়ে থাকবে।"

    1. Avatar photo Sk Shipon Author Post Creator says:
      ?
  1. Avatar photo kingoptimus Contributor says:
    O vai. Ami ei post dekhar por 1min pagla achilam????
    1. Avatar photo Sk Shipon Author Post Creator says:
      apnar mathay hyto age theke e prblm…tnx.

Leave a Reply