Site icon Trickbd.com

যেভাবে Temporary edu mail তৈরি করবেন সেকেন্ডের ভিতর একদম ফ্রীতে।

Unnamed

Hi friends,

আজ যে ট্রিক আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি হল কিভাবে temporary স্টুডেন্ট ইমেইল এড্রেস ফ্রীতে পাবেন.
তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের এই ট্রিক টা

বন্ধু আপনার হয়তো প্রশ্ন থাকতে পারে যে এই ইমেইল অ্যাড্রেস দিয়ে স্টুডেন্ট অফার নিতে পারবো কিনা? হে বন্ধু অবশ্যই নিতে পারবেন আপনি সব ধরনের স্টুডেন্ট অফার এই ইমেইল এড্রেস দিয়ে খুব সহজে নিতে পারবেন এবং আমি নিচে যে ভিডিও দিয়েছি সেখানে লাইভ প্রুফ দেওয়া হয়েছে। তো বন্ধুরা কোন প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাতে পারেন। তো কিভাবে পাবেন স্টুডেন্ট টেম্পোরারি ইমেইল এড্রেস,,
প্রথমে আপনার ফোন থেকে যেকোনো একটি ব্রাউজার এ চলে যান

তারপর নিচের স্ক্রীনশট ফলো করুন

দেখুন আমি একটি টেম্পোরারি এডুকেশন ইমেইল অ্যাড্রেস পেয়ে গেছি, যদি আপনি নিচের মত ইডু মেইল তাহলে পাশের ডিলিট বাটনে ক্লিক করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত ডট ইডু মেইল না আসে।

এই ইমেইলের সময় দেওয়া হবে 10 মিনিট আপনি চাইলে আরো 10 মিনিট বাড়াতে পারবেন এবং আপনি নিচের মত রিকভারি কিউ দিয়ে ইমেইল এড্রেস আবার উদ্ধার করতে পারবেন।

নিচের মত যদি আপনার ইমেইলে কোন মেইল আসে আপনি ইনবক্সে দেখতে পাবেন।

বন্ধুরা নিচের ভিডিওতে সবকিছু তুলে ধরেছি এবং কিভাবে 1password এর 6 মাস প্রিমিয়াম এক্সেস পাবেন লাইভ প্রুফ তুলে ধরেছি।
https://youtu.be/wKC9LU4AsP0

So friends, bye bye

Exit mobile version