Welcome
আবারো নিয়ে আসলাম আরো একটি নতুন ট্রিক আপনাদের জন্য, ট্রিকসটা হলো ‘[Lifetime access and safe] নিয়ে নিন Google Drive আনলিমিটেড Storage একদম ফ্রীতে Without any edu mail‘
Friends গুগল ড্রাইভ সম্পর্কে আলাদা করে কিছু বলার নেই, গুগল ড্রাইভ কি তা তো আমারা সকলেই জানি
তাই চলে যাচ্ছি সরাসরি মূল পোস্টে
Let’s start?
প্রথমে আপনার ফোন থেকে যেকোনো Browser এ প্রবেশ করে নিচের লিংকে যান
?Click here
তারপর নিচের স্ক্রিনশটের মতো কাজ করুন?
নিচে একটু খেয়াল করে দেখুন আপনার Shared drive এ একটা নতুন ফাইল create হবে এবং এটার Access শুধু মাত্র আপনার কাছে থাকবে। এবার এই ফাইলে আপনি Unlimited storage পাবেন, এই ফাইলে আপনি সবকিছু আপলোড করতে পারবেন
এবার আাসা যাক, এটা Safe নাকি Unsafe কথায়?
এটা একদম Safe, আপনি যে উপরের ওয়েবসাইটে আপনার জিমেইল এন্টার করেছেন ওইখানে তো আপনার জিমেইল এর Password দেন নি তাই অন্য কেউ আপনার জিমেইল অথবা ড্রাইভ এ প্রবেশ করার কোনো Chance ই নেই। আর নিচে দেখুন আমার ড্রাইভে যে নতুন ফাইল create হয়েছে সেখানে শুধু মাত্র আমার access রয়েছে। So, অন্য কেউ access করার কোনো way ই নেই।
কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবেন
যারা আমার আগের পোস্ট মিস করেছেন?
? [Lifetime access] এবার নিয়ে নিন OneDrive 5TB Storage একদম ফ্রিতে তাও আবার .Edu mail ছারা
? দেখে নিন যেভাবে Google Chrome এ Live Caption সিস্টেম Enable করবেন
? যেভাবে Temporary edu mail তৈরি করবেন সেকেন্ডের ভিতর একদম ফ্রীতে।
So guest bye bye
এটা কখনোই লাইফটাইম না। মানুষকে বিভ্রান্ত করবেন না।
note: apnar kotha bisshah kore oneker privacy nosto hote pare. shared drive somporke full details eikhane dekhte paren: https://support.google.com/a/answer/7212025?hl=en
পোস্ট দাতার তথ্যে অনেক ভুল আছে,এবং উপরের কমেন্টে দেখলাম অনেকে রেফা সহ বলার পরেও উনি পোস্ট ঠিক করছেন না। –
Akdin hotat dakben shared drive nai
Evabe last year eo nichilam. Oi shared drive r kaj korena. Kono files o nai.
Etao same. Koyekdin e thakbe. Tarpor sesh.
Na jene hudai eshob share kore manusher khoti koiren na
কোনো সমস্যাই তো পাই নাই ?
আর মেইন কথা আমরা জুকারের মতো কোনো বড় মাপের ষেলিবেডি না যে আমাগো বিলিয়ন ডলার লোকসান অইতে পারে।
আর দ্বিতীয়ত আমরা রাখি পিকচার, ভিডিও অথবা কিছু ফাইল এছাড়া তো আর কিছু অপশন পাই না।
আর তাছাড়াও মেমোরি কার্ড অথবা হার্ডডিস্ক ও কিন্তু ফরমেট অয় মাঝেমাঝে তাইলে তো এতো চিন্তাভাবনার কোনো কারণ ই দেখি না।